০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবিতে সংবিধান প্রণয়ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৫৫০ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের আয়োজনে ‘কনস্টিটিউশন মেকিং অ্যান্ড আনমেকিং’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সংস্থা আইডিইএ এর সংবিধান প্রণয়ন প্রোগ্রামের প্রধান সুমিত বিসারিয়া।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তৌহিদুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, “একটি দেশের সংবিধান কেবল একটি আইনগত দলিল নয়, এটি জাতির আত্মার প্রতিফলন। সংবিধান প্রণয়নের প্রক্রিয়ায় জনগণের মতামত, ঐতিহাসিক প্রেক্ষাপট ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন থাকা আবশ্যক।”

তিনি আরো বলেন, “বর্তমান বিশ্বের জটিল রাজনৈতিক প্রেক্ষাপটে সংবিধান পরিবর্তন বা পুনর্গঠন প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল একটি বিষয়। তাই একাডেমিক পরিসরে এ নিয়ে গবেষণা ও আলোচনার পরিধি আরো বিস্তৃত হওয়া প্রয়োজন।”

প্রধান বক্তা সুমিত বিসারিয়া বলেন, “সংবিধান প্রণয়ন শুধু একটি আইনি প্রক্রিয়া নয়; এটি রাজনৈতিক দরকষাকষি ও সামাজিক চুক্তি। বিভিন্ন দেশের অভিজ্ঞতা থেকে দেখা যায় অন্তর্ভুক্তিমূলক সংলাপ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া একটি টেকসই ও গ্রহণযোগ্য সংবিধান প্রণয়নের মূল চাবিকাঠি।”

এ সময় তিনি বাংলাদেশে আইন শিক্ষার অগ্রগতির প্রশংসা করেন এবং তরুণ প্রজন্মকে সংবিধান ও গণতন্ত্র বিষয়ে আরো গবেষণামূলক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সেমিনারে অংশগ্রহণকারীরা সংবিধান প্রণয়ন ও সংস্কারের তাত্ত্বিক ও প্রায়োগিক দিক নিয়ে মুক্ত আলোচনা করেন।

ট্যাগঃ

ঢাবিতে সংবিধান প্রণয়ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

সময়ঃ ১২:০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের আয়োজনে ‘কনস্টিটিউশন মেকিং অ্যান্ড আনমেকিং’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সংস্থা আইডিইএ এর সংবিধান প্রণয়ন প্রোগ্রামের প্রধান সুমিত বিসারিয়া।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তৌহিদুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, “একটি দেশের সংবিধান কেবল একটি আইনগত দলিল নয়, এটি জাতির আত্মার প্রতিফলন। সংবিধান প্রণয়নের প্রক্রিয়ায় জনগণের মতামত, ঐতিহাসিক প্রেক্ষাপট ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন থাকা আবশ্যক।”

তিনি আরো বলেন, “বর্তমান বিশ্বের জটিল রাজনৈতিক প্রেক্ষাপটে সংবিধান পরিবর্তন বা পুনর্গঠন প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল একটি বিষয়। তাই একাডেমিক পরিসরে এ নিয়ে গবেষণা ও আলোচনার পরিধি আরো বিস্তৃত হওয়া প্রয়োজন।”

প্রধান বক্তা সুমিত বিসারিয়া বলেন, “সংবিধান প্রণয়ন শুধু একটি আইনি প্রক্রিয়া নয়; এটি রাজনৈতিক দরকষাকষি ও সামাজিক চুক্তি। বিভিন্ন দেশের অভিজ্ঞতা থেকে দেখা যায় অন্তর্ভুক্তিমূলক সংলাপ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া একটি টেকসই ও গ্রহণযোগ্য সংবিধান প্রণয়নের মূল চাবিকাঠি।”

এ সময় তিনি বাংলাদেশে আইন শিক্ষার অগ্রগতির প্রশংসা করেন এবং তরুণ প্রজন্মকে সংবিধান ও গণতন্ত্র বিষয়ে আরো গবেষণামূলক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সেমিনারে অংশগ্রহণকারীরা সংবিধান প্রণয়ন ও সংস্কারের তাত্ত্বিক ও প্রায়োগিক দিক নিয়ে মুক্ত আলোচনা করেন।