জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ৭টায় ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভা হয়।
সেখানে প্রধান অতিথির বক্তব্যে স্পষ্ট ভাষায় তুষার বলেন, ইসির ‘ইগো’ এবং বিশেষ দলের প্রভাবেই এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না।
“শাপলা প্রতীক হবে ডুবে যাওয়া নৌকার বিকল্প,” মন্তব্য করেন তুষার।
তিনি অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়নের নামে জাতির সঙ্গে ‘মহা প্রতারণা’ করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, “আমরা দেশে ‘নতুন কোনো আওয়ামী লীগ’ দেখতে চাই না এবং সনদের আইনি স্বীকৃতির জন্য অবিলম্বে গণভোট দরকার।”
তিনি আওয়ামী লীগের পরে জাতীয় পার্টিকে দেশের ‘সবচেয়ে বেশি ক্ষতি’ করার জন্য অভিযুক্ত করেন। তুষার জোর দিয়ে বলেন, “তাদের নেতা এরশাদ কবরে, জাতীয় পার্টিও কবরে যাবে। এরা ভারতের এজেন্ট, জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করার যে চেষ্টা চলছে, তা দেশের জনগণ মেনে নেবে না।”
বিএনপির উদ্দেশে তুষার বলেন, “বিএনপি না ভোটের ক্যাম্পেইন করছে? তাদের ৩০ শতাংশ ভোট ‘না ভোটের’ পক্ষে গেলেও বাকি বিপুল ভোটে জুলাই সনদ পাশ হবে। তখন এরা আয়নায় মুখ দেখাতে পারবে না। এরা অতীত থেকে কিছুই শিক্ষা নেয়নি। তাদের নেতা জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনের আগে ‘হ্যাঁ’ এবং ‘না’ ভোটের আয়োজন করেছিলেন। অথচ এই বিএনপি ‘হ্যাঁ’, ‘না’ ভোটের বিরোধিতা করছেন।”
“জুলাই সনদের বিরুদ্ধে দাঁড়ালে তাদের দুমড়ে মুচড়ে পদ্মায় ফেলে দেবে জনগণ,” হুঁশিয়ারি উচ্চারণ করে বলেলন তুষার।
এনসিপির ফরিদপুরের প্রধান সমন্বয়ককারী সৈয়দা নীলিমা দোলার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন এবং ফরিদপুর বিভাগীয় সংগঠক রাসেল আহম্মেদ। এই সমন্বয় সভায় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুরের কয়েকশ নেতাকর্মী হাজির হন।
Voice24 Admin 













