ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৭:৫৩, ২ নভেম্বর ২০২৫
ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২ নভেম্বর) সকালে উপজেলার মুহুরীগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মেহেদী হাসান (২৪)। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সুরুজ আলীর ছেলে।
পুলিশ জানায়, মেহেদী হাসান বন্ধুদের সঙ্গে চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘুরতে যাচ্ছিলেন। তারা রাজধানীর কমলাপুর থেকে চট্টগ্রামগামী একটি মেইল ট্রেনের ছাদে উঠেন। ট্রেনটি ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ এলাকায় পৌঁছালে মেহেদী অসাবধানতাবশত ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, ‘‘চট্টগ্রামগামী মেইল ট্রেন থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের পর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’’
ঢাকা/সাহাব/রাজীব
Voice24 Admin 













