০৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘কাণ্ডজ্ঞান’ নিয়ে কটাক্ষের শিকার মাধুরী

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৫৪৬ Time View

প্রকাশিত: ১৭:৪০, ৪ নভেম্বর ২০২৫   আপডেট: ১৭:৪৪, ৪ নভেম্বর ২০২৫

পারফর্ম করছেন মাধুরী (ইনসেট)

বলিউডের ‘ধকধক গার্ল’ মাধুরী দীক্ষিতে মুগ্ধ হননি এমন দর্শক খুঁজে পাওয়াই মুশকিল! তার রূপ, অভিনয় আর ঝড় তোলা নাচ ভোলার মতো নয়। একজন বাঙালি অভিনেতার সঙ্গে জুটি বেঁধে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন। অভিনয় আর নৃত্যশৈলীর কারণে হাততালি যেমন কুড়িয়েছেন, তেমনই ব্যক্তিগত জীবন নিয়ে বার বার আলোচনার উঠে এসেছেন এই তারকা। এবার কানাডায় গিয়ে কটাক্ষের মুখে পড়লেন মাধুরী। 

মিড ডে এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি কানাডা ট্যুরে গিয়েছেন মাধুরী দীক্ষিত। তার বেশ কয়েকটি স্টেজ শো রয়েছে। প্রথম শোয়ের দিন ৩ ঘণ্টা দেরিতে অনুষ্ঠানস্থলে পৌঁছানে এই অভিনেত্রী। এ নিয়ে কটাক্ষের মুখে পড়েছেন এই অভিনেত্রী। কেবল তাই নয়, এ অভিনেত্রীর পরবর্তী শো বয়কটেরও দাবি উঠেছে। 

মাধুরীর এ অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিশাল দেবগন লেখেন, “বাজে শো। অন্তত দর্শকদের সময় নিয়ে একটু ভাবুন।” আরেকজন লেখেন, “রাতে কি একটা বাজে অনুষ্ঠান…আর তারা এর জন্য টাকা পায়?” অন্য একজন লেখেন, “এটি মাধুরীর কাণ্ডজ্ঞানহীন আচরণ।”  

পদ্মা সিং লেখেন, “এটা খুবই খারাপ অনুষ্ঠান ছিল। এত অগোছালো। অনেক লোক বেরিয়ে যান। মানুষ টাকা ফেরতের জন্য চিৎকার করছিল এবং একঘেয়েমি ছিল। মাধুরী সুন্দরী অভিনেত্রী; শো দেখতে যারা গিয়েছিলেন, তাদের প্রত্যেককে এ বিষয়ে একমত হবেন। কিন্তু আয়োজনটা খুব খারাপ হয়েছে।” 

মাধুরীর শো না দেখার আহ্বান জানিয়ে একজন লেখেন, “আপনাদের একটি পরামর্শ দিই, আপনারা কেউ মাধুরীর শোয়ে গিয়ে পয়সা নষ্ট করবেন না।” অনেক অংশগ্রহণকারী জানিয়েছেন, অনুষ্ঠান শুরুর কথা ছিল সন্ধ্যা সাড়ে ৭টায়। কিন্তু অনুষ্ঠান শুরু হয় রাত ১০টার দিকে। এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে। 

ঢাকা/শান্ত

ট্যাগঃ

‘কাণ্ডজ্ঞান’ নিয়ে কটাক্ষের শিকার মাধুরী

সময়ঃ ১২:০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

প্রকাশিত: ১৭:৪০, ৪ নভেম্বর ২০২৫   আপডেট: ১৭:৪৪, ৪ নভেম্বর ২০২৫

পারফর্ম করছেন মাধুরী (ইনসেট)

বলিউডের ‘ধকধক গার্ল’ মাধুরী দীক্ষিতে মুগ্ধ হননি এমন দর্শক খুঁজে পাওয়াই মুশকিল! তার রূপ, অভিনয় আর ঝড় তোলা নাচ ভোলার মতো নয়। একজন বাঙালি অভিনেতার সঙ্গে জুটি বেঁধে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন। অভিনয় আর নৃত্যশৈলীর কারণে হাততালি যেমন কুড়িয়েছেন, তেমনই ব্যক্তিগত জীবন নিয়ে বার বার আলোচনার উঠে এসেছেন এই তারকা। এবার কানাডায় গিয়ে কটাক্ষের মুখে পড়লেন মাধুরী। 

মিড ডে এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি কানাডা ট্যুরে গিয়েছেন মাধুরী দীক্ষিত। তার বেশ কয়েকটি স্টেজ শো রয়েছে। প্রথম শোয়ের দিন ৩ ঘণ্টা দেরিতে অনুষ্ঠানস্থলে পৌঁছানে এই অভিনেত্রী। এ নিয়ে কটাক্ষের মুখে পড়েছেন এই অভিনেত্রী। কেবল তাই নয়, এ অভিনেত্রীর পরবর্তী শো বয়কটেরও দাবি উঠেছে। 

মাধুরীর এ অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিশাল দেবগন লেখেন, “বাজে শো। অন্তত দর্শকদের সময় নিয়ে একটু ভাবুন।” আরেকজন লেখেন, “রাতে কি একটা বাজে অনুষ্ঠান…আর তারা এর জন্য টাকা পায়?” অন্য একজন লেখেন, “এটি মাধুরীর কাণ্ডজ্ঞানহীন আচরণ।”  

পদ্মা সিং লেখেন, “এটা খুবই খারাপ অনুষ্ঠান ছিল। এত অগোছালো। অনেক লোক বেরিয়ে যান। মানুষ টাকা ফেরতের জন্য চিৎকার করছিল এবং একঘেয়েমি ছিল। মাধুরী সুন্দরী অভিনেত্রী; শো দেখতে যারা গিয়েছিলেন, তাদের প্রত্যেককে এ বিষয়ে একমত হবেন। কিন্তু আয়োজনটা খুব খারাপ হয়েছে।” 

মাধুরীর শো না দেখার আহ্বান জানিয়ে একজন লেখেন, “আপনাদের একটি পরামর্শ দিই, আপনারা কেউ মাধুরীর শোয়ে গিয়ে পয়সা নষ্ট করবেন না।” অনেক অংশগ্রহণকারী জানিয়েছেন, অনুষ্ঠান শুরুর কথা ছিল সন্ধ্যা সাড়ে ৭টায়। কিন্তু অনুষ্ঠান শুরু হয় রাত ১০টার দিকে। এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে। 

ঢাকা/শান্ত