ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আজ বুধবার (০৫ নভেম্বর) ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট ও সীমিত ওভারের সিরিজের দল। যেখানে সবচেয়ে বড় খবর টেস্ট দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্ত। অন্যদিকে, ভারত ‘এ’ দলের নেতৃত্বে ওয়ানডে সিরিজে থাকছেন তিলক ভার্মা।
ইংল্যান্ড সফরে পায়ের আঘাতের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজ মিস করেছিলেন পন্ত। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়েই তিনি ফিরছেন লাল বলের ক্রিকেটে।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ‘এ’-এর বিপক্ষে প্রথম টেস্টে ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দেন পন্ত এবং দুটি ইনিংস মিলিয়ে ১০৭ রান করেন। তার পারফরম্যান্সে নির্বাচকরা আবারও আস্থা রেখেছেন। তিনি জায়গা নিচ্ছেন নারায়ণ জগদীশনের পরিবর্তে। যিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে ছিলেন।
দলের নেতৃত্বে থাকছেন শুভমন গিল। ব্যাটিং বিভাগে আছেন যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন ও দেবদত্ত পাডিক্কল। অলরাউন্ডার হিসেবে আছেন রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল ও নীতিশ রেড্ডি। বোলিং আক্রমণে আছেন মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরা, কুলদীপ যাদব ও আকাশ দীপ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টেস্ট দল:
শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরা, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও আকাশ দীপ।
ওয়ানডেতে তিলক ভার্মার নেতৃত্বে ভারত ‘এ’ দল:
একই সঙ্গে বিসিসিআই ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ‘এ’-এর বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ভারত ‘এ’ দলও। তিলক ভার্মা থাকছেন অধিনায়ক হিসেবে, আর সহ-অধিনায়কের দায়িত্বে রুতুরাজ গায়কোয়াড়।
দলে আছেন তরুণ প্রতিভারা- অভিষেক শর্মা, রিয়ান পরাগ, ঈশান কিশান, আয়ুষ বাদোনি, নিশান্ত সিন্ধু ও প্রভসিমরন সিংহ। বোলিংয়ে আছেন হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদীপ সিং ও খালিল আহমেদ।
ভারত ‘এ’ ওয়ানডে দল:
তিলক ভার্মা (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, রিয়ান পরাগ, ঈশান কিশান (উইকেটকিপার), আয়ুষ বাদোনি, নিশান্ত সিন্ধু, বিপরাজ নিগম, মানব সুথার, হর্ষিত রানা, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, খালিল আহমেদ, প্রভসিমরন সিং (উইকেটকিপার)।
তিলক, অভিষেক, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা ও আর্শদীপ সিং- এই পাঁচজনই অস্ট্রেলিয়া সফরে যাওয়া মূল দলের সদস্য। যাদের এবার ‘এ’ দলেও রাখা হয়েছে। তবে সঞ্জু স্যামসন ও রাজত পতিদারকে রাখা হয়নি। আইপিএল ২০২৫-এ নজরকাড়া পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সুযোগ পেয়েছেন আয়ুষ বাদোনি, রিয়ান পরাগ, বিপরাজ নিগম ও প্রভসিমরন সিং।
সিরিজ সূচি:
ভারত ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট খেলবে-
প্রথম টেস্ট: ১৪ থেকে ১৮ নভেম্বর, কলকাতার ইডেন গার্ডেন্সে।
দ্বিতীয় টেস্ট: ২২ থেকে ২৬ নভেম্বর, গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে (প্রথমবারের মতো টেস্ট আয়োজন করবে ভেন্যুটি)।
অন্যদিকে, ভারত ‘এ’ ও দক্ষিণ আফ্রিকা ‘এ’-এর মধ্যকার তিন ওয়ানডে হবে রাজকোটের নিরঞ্জন শাহ ক্রিকেট স্টেডিয়ামে ১৩, ১৬ ও ১৯ নভেম্বর।
Voice24 Admin 













