প্রকাশিত: ১৭:৫৯, ২৮ নভেম্বর ২০২৫
জেনস সুমন
নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী জেনস সুমন (গালীব আহসান মেহদী) মারা গেছেন। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এসব তথ্য নিশ্চিত করেছেন শিল্পীর ঘনিষ্ঠজন ঈশা খান দূরে।
প্রাথমিকভাবে জানা যায়, দুপুরে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নব্বই দশকে ‘একটা চাদর হবে’ গানের মাধ্যমে রাতারাতি পরিচিতি পান জেনস সুমন। ইথুন বাবুর কথা, সুর ও সংগীতে গাওয়া এই গান তাকে পৌঁছে দেয় জনপ্রিয়তার শীর্ষে। এরপর মিক্সড অ্যালবামসহ একাধিক গান দিয়ে শ্রোতাদের মন জয় করেন। মাঝে দীর্ঘ এক যুগের বিরতি নিলেও চলতি বছর আবার সংগীতে সক্রিয় হন।
সম্প্রতি প্রকাশিত হয় তার গাওয়া ‘আমি চাইব না’ গান। তখন জানিয়েছিলেন—আরো নতুন কিছু গান নিয়ে ফিরছেন তিনি। কিন্তু তার আগেই না ফেরার দেশে চলে গেলেন এই সংগীতশিল্পী।
জেনস সুমনের প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশিত হয় ১৯৯৭ সালে। পরবর্তীতে প্রকাশিত হয়—‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’সহ বেশ কিছু জনপ্রিয় অ্যালবাম। ২০০৮ সালে প্রকাশিত ‘মন চলো রূপের নগরে’ ছিল তার সর্বশেষ অ্যালবাম।
ঢাকা/রাহাত/শান্ত
Voice24 Admin 






