প্রকাশিত: ১৭:৫০, ১ ডিসেম্বর ২০২৫
রাজধানীর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি বাড়ির তৃতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
সোমবার (১ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, বিকেল পৌনে ৫টার দিকে রহমতগঞ্জ ডালপট্টি এলাকা একটি বাড়ির তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ঢাকা/মাকসুদ/সাইফ
Voice24 Admin 





