গুম প্রতিরোধে মেক্সিকোজুড়ে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। তাঁরা দেশটির অসংখ্য জোরপূর্বক গুমের ঘটনা তুলে ধরেন এবং এসব মোকাবিলায় কর্তৃপক্ষের কাছ থেকে আরও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
নিখোঁজ ব্যক্তিদের স্বজন ও বন্ধুদের পাশাপাশি মানবাধিকারকর্মীরাও মেক্সিকো সিটি, গুয়াদালাহারা, কর্দোবা ও অন্যান্য শহরের রাস্তায় মিছিল করেছেন। তাঁরা ন্যায়বিচারের দাবিতে স্লোগান দেওয়ার পাশাপাশি প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমের সরকারকে প্রিয়জনদের খুঁজে পেতে সাহায্য করার আহ্বান জানান।