সাকিবের অলরাউন্ড নৈপুণ্য, জিতলো মায়ামি, ,
ফ্লোরিডা
লায়ন্সের
বিপক্ষে
সাকিব
আল
হাসান
ব্যাটে-বলে
উজ্জ্বল
পারফরম্যান্স
করলেও
তার
দল
মায়ামি
ব্লেজ
জিততে
পারেনি।
দ্বিতীয়
ম্যাচেও
অলরাউন্ড
নৈপুণ্য
দেখালেন
বাঁহাতি
তারকা।
এবার
গ্র্যান্ড
কেইমান
ফ্যালকন্সকে
১৩
রানে
হারিয়ে
ম্যাক্স
সিক্সটি
ক্যারিবিয়ানে
জয়ের
দেখা
পেয়েছে
মায়ামি।
১০
ওভারের
এই
ম্যাচেও
ওপেনিংয়ে
নামেন
সাকিব।
১১
বলে
৩
চার
ও
২
ছয়ে
২৬৩.৬৩
স্ট্রাইক
রেটে
২৯
রান
করেন
তিনি।
পুরো
ব্যাটিং
লাইনে
তার
স্ট্রাইক
রেট
সেরা।
২২
বলে
৫
চার
ও
২
ছয়ে
সর্বোচ্চ
৪৫
রান
করেন
অ্যাঞ্জেলো
পেরেরা।
এই
অধিনায়কের
সঙ্গে
৪৯
রানের
জুটি
গড়েন
সাকিব।
পঞ্চম
ওভারের
চতুর্থ
বলে
ছক্কা
মারতে
গিয়ে
পুষ্পকুমারার
বলে
আলীমোহাম্মেদের
ক্যাচ
হন
বাঁহাতি
ব্যাটার।
সাকিব
মাঠ
ছাড়লে
সেহান
জয়সুরিয়াকে
(১১)
নিয়ে
পেরেরা
৩২
রানের
জুটি
গড়েন।
টম
ও’কনেলের
১০
রানও
কার্যকরী
ভূমিকা
রাখে।
৫
উইকেটে
১১০
রান
করে
মায়ামি।
ফ্যালকন্সের
হয়ে
দুটি
করে
উইকেট
নেন
রিশি
ধাওয়ান
ও
জ্যাক
জার্ভিস।
বল
হাতেও
সাকিব
ছিলেন
উজ্জ্বল।
২
ওভারে
১৯
রান
দিয়ে
ফ্যালকন্সের
দ্বিতীয়
সেরা
ব্যাটার
আলীমোহাম্মেদকে
(১৬)
ফেরান।
দলটির
হয়ে
সর্বোচ্চ
২৫
রান
করেন
চিরাগ
গান্ধী।
প্রতিপক্ষের
ব্যাটিং
লাইনে
চিড়
ধরাতে
সবচেয়ে
বড়
অবদান
সেহানের।
২
ওভারে
১৮
রান
দিয়ে
৩
উইকেট
নেন
তিনি।
তিন
ম্যাচে
প্রথম
জয়ের
দেখা
পেলো
মায়ামি।
২
পয়েন্ট
নিয়ে
চারে
উঠেছে
তারা।