অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান!, ,
এই অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করার কথা ভাবছে আফগানিস্তান। সিরিজটি অনুষ্ঠিত হলে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই দেশের আদর্শ প্রস্তুতি হবে।
এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে এশিয়া কাপের পর এবং অক্টোবরের তৃতীয় সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজের আগে এটি অনুষ্ঠিত হতে পারে।
২০২৪ সালের জুলাইয়ে পূর্বনির্ধারিত পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয় অংশ হতে যাচ্ছে এটি। প্রাথমিক সূচিতে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলার কথা ছিল দুই দেশের। পরে সূচি সংশোধন করে কেবল সাদা বলের সিরিজ রাখা হয়।
তিন ম্যাচের ওয়ানডে গত বছর নভেম্বরে হয়েছিল। আফগানিস্তান সিরিজটি জেতে ২-১ এ। এই বছরের কোনও এক সময়ে দুটি টেস্ট আয়োজনের পরিকল্পনা করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড।