সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৮:৫৬, ২০ জুলাই ২০২৫
ফাইল ফটো
সিলেটের কোম্পানীগঞ্জে সংরক্ষিত এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের সময় মাটিচাপা পড়ে হাবিবুর রহমান (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ভোলাগঞ্জ রেলওয়ের রজ্জুপথ (রোপওয়ে) এলাকার সংরক্ষিত অংশে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান উপজেলার আহমদাবাদ কালীবাড়ি গ্রামের আসাদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান ঘটনার দিন রাতে ভোলাগঞ্জ রোপওয়ে এলাকার একটি গর্তে পাথর উত্তোলনের কাজ করছিলেন। একপর্যায়ে হঠাৎ করে গর্তের মধ্যে মাটিচাপা পড়েন তিনি। পরে সহকর্মীরা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/নূর/রাজীব