সিঙ্গাপুরে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন দুই বাংলাদেশি সাঁতারু। আজ বৃহস্পতিবার তারা দেশ ছেড়েছেন। প্রতিযোগিতায় এই দুই সাঁতারু হলেন সামিউল ইসলাম রাফি ও মোছা. অ্যানি আক্তার।
কোচ হিসেবে তাদের সঙ্গ দেবেন নৌবাহিনীর নিয়াজ আলী। কংগ্রেস প্রতিনিধি ফেডারেশনের সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান শাহীনও দুই সাঁতারুর সঙ্গে থাকবেন।
বর্তমানে বাংলাদেশের অন্যতম সেরা পুরুষ সাঁতারু রাফি। তিনি ৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোকে লড়বেন। অ্যানি ৫০ ও ১০০ মিটার ফ্রিস্টাইলে অংশ নেবেন।
রাফি থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণে ছিলেন। আন্তর্জাতিক আমন্ত্রণমূলক টুর্নামেন্টে একাধিক পদকও জিতেছেন। আর অ্যানি গত মে মাসের জাতীয় বয়সভিত্তিক সাঁতারে ১২টি স্বর্ণ জিতে রেকর্ড গড়েছিলেন। তাতে ফেডারেশন তাকে বিশ্ব সাঁতারের জন্য নির্বাচিত করেছে।
এই টুর্নামেন্টটি অংশ নিচ্ছেন দুই হাজারের বেশি সাঁতারু।