তৃণমূল কংগ্রেসের মালা রায় ও দীপক অধিকারীসহ লোকসভার পাঁচজন সদস্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ–সংক্রান্ত বিষয়ে একাধিক প্রশ্ন করেছিলেন। তাঁরা জানতে চেয়েছিলেন, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ওই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল কি না, সেই ঘোষণার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছিল কি না, সেই ঘোষণায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল কি না এবং থাকলে কেমন। প্রশ্ন কর্তারা এ কথাও জানতে চেয়েছিলেন, যুদ্ধবিরতিতে রাজি করাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাঁর দেশের শুল্কনীতিকে হাতিয়ার করেছিলেন কি না। এই প্রশ্নও করা হয়, কাশ্মীর সমস্যার সমাধানে ভারত যে তৃতীয় কোনো দেশের মধ্যস্থতার বিরুদ্ধে, সে কথা যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে কি না। আজ লিখিতভাবে সেসব প্রশ্নের জবাব দেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।
প্রশ্নগুলোর জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেই উত্তরই দিয়েছেন, যা ভারত সরকার আগে থেকেই বলে আসছে। কীর্তি বর্ধন সিং বলেছেন, ১০ মে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়। দুই দেশের ডিজিএমওরাই সেই সিদ্ধান্ত নেয়। সেই উদ্যোগ পাকিস্তানই নিয়েছিল।