সারোয়ার হোসেনের মেয়ে সৌফি সারোয়ার (৩০) অভিযোগ করে বলেন, ‘আমার বাবা দিবাগত রাত তিনটার দিকেই কারাগারে মারা গিয়েছিলেন। পরবর্তী সময়ে তাঁকে হাসপাতালে আনা হয়। ভোরে আমাদের খবর দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা যখন খুব ছোট ছিলাম, তখন তিনি রাজনীতি করতেন। এরপর দীর্ঘ সময় কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল আমাদের আত্মীয় ছিলেন। সে কারণেই তাঁকে হত্যা মামলার আসামি করা হয়েছে।’
মুন্সিগঞ্জ কারাগারের সুপার মো. এনায়েত উল্লাহ প্রথম আলোকে বলেন, আজ বেলা আড়াইটার দিকে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।