০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে অস্ত্র মামলার আসামিকে ১৭ বছরের দণ্ড

  • Voice24 Admin
  • Update Time : ১২:০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ৫৪৬ Time View

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০১, ২৭ জুলাই ২০২৫  

আসামি খজেন্দ্র ত্রিপুরা

খাগড়াছড়িতে অস্ত্র আইনে এক আসামিকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

রবিবার (২৭ জুলাই) দুপুরে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (স্পেশাল ট্রাইবুন্যাল-৪) বিচারক শায়লা শারমিন আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। 

দণ্ডিত আসামি খজেন্দ্র ত্রিপুরা (৪৫) মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের তৈকাডাং হরিপূর্ণ পাড়ার বাসিন্দা কিশোর চান ত্রিপুরার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৬ জানুয়ারি মাটিরাঙ্গা পৌরসভার সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিস্তল (এলজি), একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ খজেন্দ্র ত্রিপুরাকে আটক করে চট্টগ্রাম র‍্যাব-৭। ওই রাতে মাটিরাঙ্গা থানায় খজেন্দ্র ত্রিপুরার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পরদিন তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। কয়েক মাস হাজতবাসের পর জামিনে বের হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি। 

খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জসিম উদ্দিন জানান, মামলার দীর্ঘ যুক্তিতর্ক এবং সাক্ষ্য প্রমাণ শেষে রবিবার আসামির উপস্থিতিতে রায় প্রদান করেন বিচারক। আসামি খজেন্দ্র ত্রিপুরা দোষী সাব্যস্ত হওয়ায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

খাগড়াছড়িতে আঞ্চলিক সশস্ত্র দলের সদস্যদের বিরুদ্ধে অসংখ্য অস্ত্র মামলা থাকলেও প্রথম কোনো মামলার যুগান্তকারী রায় এটি। তাই এ রকম অন্যান্য অস্ত্র মামলায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন সুশীল সমাজের লোকজন।

ঢাকা/রূপায়ন/মেহেদী

ট্যাগঃ

খাগড়াছড়িতে অস্ত্র মামলার আসামিকে ১৭ বছরের দণ্ড

Update Time : ১২:০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০১, ২৭ জুলাই ২০২৫  

আসামি খজেন্দ্র ত্রিপুরা

খাগড়াছড়িতে অস্ত্র আইনে এক আসামিকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

রবিবার (২৭ জুলাই) দুপুরে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (স্পেশাল ট্রাইবুন্যাল-৪) বিচারক শায়লা শারমিন আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। 

দণ্ডিত আসামি খজেন্দ্র ত্রিপুরা (৪৫) মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের তৈকাডাং হরিপূর্ণ পাড়ার বাসিন্দা কিশোর চান ত্রিপুরার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৬ জানুয়ারি মাটিরাঙ্গা পৌরসভার সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিস্তল (এলজি), একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ খজেন্দ্র ত্রিপুরাকে আটক করে চট্টগ্রাম র‍্যাব-৭। ওই রাতে মাটিরাঙ্গা থানায় খজেন্দ্র ত্রিপুরার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পরদিন তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। কয়েক মাস হাজতবাসের পর জামিনে বের হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি। 

খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জসিম উদ্দিন জানান, মামলার দীর্ঘ যুক্তিতর্ক এবং সাক্ষ্য প্রমাণ শেষে রবিবার আসামির উপস্থিতিতে রায় প্রদান করেন বিচারক। আসামি খজেন্দ্র ত্রিপুরা দোষী সাব্যস্ত হওয়ায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

খাগড়াছড়িতে আঞ্চলিক সশস্ত্র দলের সদস্যদের বিরুদ্ধে অসংখ্য অস্ত্র মামলা থাকলেও প্রথম কোনো মামলার যুগান্তকারী রায় এটি। তাই এ রকম অন্যান্য অস্ত্র মামলায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন সুশীল সমাজের লোকজন।

ঢাকা/রূপায়ন/মেহেদী