০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাজিলে ভুয়া ডলার পুড়িয়ে মার্কিন শুল্কের প্রতিবাদ

  • Voice24 Admin
  • Update Time : ১২:০৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ৫৪৫ Time View

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে ব্রাজিল। দেশটির সাও পাওলোতে মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়ে শত শত মানুষ ভুয়া মার্কিন ডলার পুড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন।

ব্রাজিলের বহু প্রধান রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে, যা এখন পর্যন্ত ঘোষিত সর্বোচ্চ শুল্ক হার।  

কমলার রসের মতো কিছু পণ্যে ছাড় থাকলেও বাকি অনেক গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য এই শুল্কের আওতায় পড়েছে।  

বিশ্লেষকরা মনে করছেন, সাবেক ডানপন্থী ব্রাজিলীয় প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোর বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া এবং তার সঙ্গে ট্রাম্পের রাজনৈতিক সখ্য এই কঠোর পদক্ষেপের নেপথ্যে থাকতে পারে।

তবে ট্রাম্প প্রশাসন শুল্ক বৃদ্ধির ফলে ভোক্তামূল্যে কোনো প্রভাব পড়ছে না বলে দাবি করছে। প্রেসিডেন্টের অর্থনৈতিক উপদেষ্টা স্টিফেন মিরান বলেছেন, আমেরিকান ভোক্তাদের ওপর শুল্কের কোনো নেতিবাচক প্রভাব নেই।  

যদিও বাস্তবে ফ্রিজ, গাড়ি, পোশাক ও মুদি পণ্যের দাম বাড়তে শুরু করেছে বলে ইতোমধ্যে মার্কিন গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে।

যুক্তরাষ্ট্রের এ শুল্ক নীতির প্রভাব অন্যান্য দেশেও পড়েছে। কানাডার ক্ষেত্রে শুল্ক ২৫ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করা হয়েছে। যদিও ইউএস-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তির কারণে অধিকাংশ পণ্য এই বাড়তি শুল্ক থেকে রক্ষা পাচ্ছে। মেক্সিকোর ওপর শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত আবার ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে।

সুইজারল্যান্ডকেও ৩৯ শতাংশ শুল্কের মুখে পড়তে হচ্ছে, যা দেশটির জন্য চমক ছিল, কারণ তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার প্রত্যাশায় ছিল। এদিকে চীনের সঙ্গে বাণিজ্য আলোচনার নতুন দফা চলছে। চুক্তি চূড়ান্ত করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১২ আগস্ট।

এই পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক শেয়ারবাজারে। ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারগুলোতে দরপতন ঘটেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান সূচকেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ

ব্রাজিলে ভুয়া ডলার পুড়িয়ে মার্কিন শুল্কের প্রতিবাদ

Update Time : ১২:০৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে ব্রাজিল। দেশটির সাও পাওলোতে মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়ে শত শত মানুষ ভুয়া মার্কিন ডলার পুড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন।

ব্রাজিলের বহু প্রধান রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে, যা এখন পর্যন্ত ঘোষিত সর্বোচ্চ শুল্ক হার।  

কমলার রসের মতো কিছু পণ্যে ছাড় থাকলেও বাকি অনেক গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য এই শুল্কের আওতায় পড়েছে।  

বিশ্লেষকরা মনে করছেন, সাবেক ডানপন্থী ব্রাজিলীয় প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোর বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া এবং তার সঙ্গে ট্রাম্পের রাজনৈতিক সখ্য এই কঠোর পদক্ষেপের নেপথ্যে থাকতে পারে।

তবে ট্রাম্প প্রশাসন শুল্ক বৃদ্ধির ফলে ভোক্তামূল্যে কোনো প্রভাব পড়ছে না বলে দাবি করছে। প্রেসিডেন্টের অর্থনৈতিক উপদেষ্টা স্টিফেন মিরান বলেছেন, আমেরিকান ভোক্তাদের ওপর শুল্কের কোনো নেতিবাচক প্রভাব নেই।  

যদিও বাস্তবে ফ্রিজ, গাড়ি, পোশাক ও মুদি পণ্যের দাম বাড়তে শুরু করেছে বলে ইতোমধ্যে মার্কিন গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে।

যুক্তরাষ্ট্রের এ শুল্ক নীতির প্রভাব অন্যান্য দেশেও পড়েছে। কানাডার ক্ষেত্রে শুল্ক ২৫ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করা হয়েছে। যদিও ইউএস-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তির কারণে অধিকাংশ পণ্য এই বাড়তি শুল্ক থেকে রক্ষা পাচ্ছে। মেক্সিকোর ওপর শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত আবার ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে।

সুইজারল্যান্ডকেও ৩৯ শতাংশ শুল্কের মুখে পড়তে হচ্ছে, যা দেশটির জন্য চমক ছিল, কারণ তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার প্রত্যাশায় ছিল। এদিকে চীনের সঙ্গে বাণিজ্য আলোচনার নতুন দফা চলছে। চুক্তি চূড়ান্ত করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১২ আগস্ট।

এই পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক শেয়ারবাজারে। ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারগুলোতে দরপতন ঘটেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান সূচকেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।