০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বন্ধু দিবসে সিনেমা মুক্তি ওটিটিতে

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ৫৯২ Time View

বন্ধু দিবসে (৩ আগস্ট) ওটিটি প্ল্যাটফর্ম টফিতে মুক্তি পেয়েছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘মেঘের কপাট’। ওয়ালিদ আহমেদের চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, আফরোজা মোমেন, রেজাউর রহমান রিজভী, রেহানা পারভীন হাসি, জামান সাইফ, রাজু আহসানসহ অনেকে।

শ্রীমঙ্গলে দৃশ্যায়িত এই চলচ্চিত্রটির গল্প লিখেছেন আফরোজা মোমেন। আর সিনেমার ৫টি গানের সবগুলোই লিখেছেন পরিচালক নিজেই।

ইতিমধ্যে ‘মেঘের কপাট’ চলচ্চিত্রটি বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। সিন্ডি রোলিং ও রেজাউর রহমান রিজভী

বলা দরকার, ২০২৩ সালের ৩ নভেম্বর বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পায় ‘মেঘের কপাট’ চলচ্চিত্রটি। টানা ৪ সপ্তাহ ঢাকার যমুনা ব্লকবাস্টার সিনেমা হলে প্রদর্শিত হয়। পরবর্তীতে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তি (সাফটা) এর আওতায় প্রদর্শনের জন্য ‘মেঘের কপাট’ ভারতেও যায়।

ট্যাগঃ

টিভিতে আজকের খেলা (১১ সেপ্টেম্বর, ২০২৫)

বন্ধু দিবসে সিনেমা মুক্তি ওটিটিতে

সময়ঃ ১২:০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

বন্ধু দিবসে (৩ আগস্ট) ওটিটি প্ল্যাটফর্ম টফিতে মুক্তি পেয়েছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘মেঘের কপাট’। ওয়ালিদ আহমেদের চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, আফরোজা মোমেন, রেজাউর রহমান রিজভী, রেহানা পারভীন হাসি, জামান সাইফ, রাজু আহসানসহ অনেকে।

শ্রীমঙ্গলে দৃশ্যায়িত এই চলচ্চিত্রটির গল্প লিখেছেন আফরোজা মোমেন। আর সিনেমার ৫টি গানের সবগুলোই লিখেছেন পরিচালক নিজেই।

ইতিমধ্যে ‘মেঘের কপাট’ চলচ্চিত্রটি বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। সিন্ডি রোলিং ও রেজাউর রহমান রিজভী

বলা দরকার, ২০২৩ সালের ৩ নভেম্বর বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পায় ‘মেঘের কপাট’ চলচ্চিত্রটি। টানা ৪ সপ্তাহ ঢাকার যমুনা ব্লকবাস্টার সিনেমা হলে প্রদর্শিত হয়। পরবর্তীতে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তি (সাফটা) এর আওতায় প্রদর্শনের জন্য ‘মেঘের কপাট’ ভারতেও যায়।