হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৫৭, ৩ আগস্ট ২০২৫ আপডেট: ২৩:০০, ৩ আগস্ট ২০২৫
আটক বাসচালক মান্না দেবকে নিঃশর্তে মুক্তি দেওয়ার পর সিলেটের ৩ জেলায় বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন পরিবহন মালিক-শ্রমিক নেতারা। রবিবার (৩ আগস্ট) সন্ধ্যায় এ ঘোষণা দেন তারা। এরপরই বাস চলাচল শুরু হয়েছে।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বলেন, ‘‘মৌলভীবাজার থানায় আটক বাসচালক মান্না দেবকে নিঃশর্ত মুক্তি দেওয়ার পর বাস চলাচল স্বাভাবিক হয়েছে।’’
এর আগে, দুপুরের পরে হবিগঞ্জ-সিলেট, মাধবপুর-সিলেট এবং হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেন পরিরবহন শ্রমিকরা।
মালিক পক্ষ থেকে অভিযোগ করা হয়, গত শুক্রবার বাসচাপায় অটোরিকশার এক যাত্রী মারা যান। ঘটনার পর দুর্ঘটনাকবলিত বাসের চালক পালিয়ে যান। পরে পুলিশ ভুলবশত অরেক বাসের চালক মান্না দেবকে আটক করে। এ ঘটনার জেরে সিলেটের ৩ জেলায় বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়।
ঢাকা/মামুন/রাজীব
Voice24 Admin 












