ইসি সচিব জানান, ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আয়–ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন ইসিতে দেওয়ার বিধান আছে। নির্ধারিত সময়ে ৫১টি দলের মধ্যে ৩০টি দল হিসাব দাখিল করেছে। ১৫টি দল সময় বাড়ানোর আবেদন করেছে। বাকি ছয়টি দলের একটি বলেছে, তারা এ বছর নিবন্ধন পেয়েছে, তাই তাদের ক্ষেত্রে এ বছর হিসাব দেওয়ার বিধান প্রযোজ্য হবে না। বাকি পাঁচটি দল হিসাব দাখিল করেনি। এটি কমিশনকে জানানো হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
গত রোববার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এনসিপির নেতা নাসির উদ্দীন পাটোয়ারী বলেছিলেন, নির্বাচন কমিশনের মেরুদণ্ড নেই। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইসি সচিব কিছুটা হাস্যরস করে বলেন, ‘আমার মেরুদণ্ড না থাকলে আমি সোজা হয়ে দাঁড়িয়ে আছি কী করে, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, এটা রাজনৈতিক বক্তব্য, আমার এরিয়া নয়। আমার জায়গাটা হচ্ছে প্রশাসনিক ব্যাপার। এ ব্যাপারে প্রথম উত্তরটাই যদি আপনি নেন, এখনো পর্যন্ত তো সোজা হয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা দোয়া করেন, যেন এভাবে দাঁড়িয়ে থাকতে পারি।’