০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে নরসিংদীর রায়হান মিয়ার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণ

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ৫৫৮ Time View

২০২০ সালে বিয়ে করেন রায়হান। সংসার আর চাকরির চাপে দিনে দিনে ফিকে হয়ে আসতে থাকে রায়হানের হার্ভার্ডে পড়ার স্বপ্ন। এক দশকের স্টাডি গ্যাপ নিয়ে কি হার্ভার্ডে ভর্তি হতে পারবেন? এসব ভাবনা থেকেই অন্য বিশ্ববিদ্যালয়ে আবেদনের প্রস্তুতি নেন। আবেদনের জন্য যুক্তরাষ্ট্রের ১০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা তৈরি করেন রায়হান। কিন্তু তাঁর স্ত্রী ও এক বন্ধু তাঁকে উৎসাহ দেন। তিনি বলেন, ‘স্ত্রী ও বন্ধু আমাকে বলে, হার্ভার্ডে আবেদন করে আমি যেন ভুলে যাই যে আবেদন করেছি। আমিও হবে না ধরে নিয়েই হার্ভার্ডে আবেদন করি!’

আবেদনের দুই সপ্তাহ যেতেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার আসতে শুরু করে। ১০টিতে আবেদন করে যখন ৮টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন, তখন রায়হানের স্বপ্ন আবার ডানা মেলল। তাহলে কি হার্ভার্ডে সুযোগ পাবেন? এমন দোলাচলের মধ্যেই গত ১৫ মার্চ পেলেন স্বপ্নের সেই ই-মেইল। মাস্টার ইন পাবলিক পলিসি বিষয়ে ভর্তির অফার লেটার পাঠিয়েছে তাঁকে হার্ভার্ড কেনেডি স্কুল।

দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করতে এ মাসেই শিক্ষা ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন রায়হান মিয়া।

ট্যাগঃ

টিভিতে আজকের খেলা (১১ সেপ্টেম্বর, ২০২৫)

অবশেষে নরসিংদীর রায়হান মিয়ার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণ

সময়ঃ ১২:০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

২০২০ সালে বিয়ে করেন রায়হান। সংসার আর চাকরির চাপে দিনে দিনে ফিকে হয়ে আসতে থাকে রায়হানের হার্ভার্ডে পড়ার স্বপ্ন। এক দশকের স্টাডি গ্যাপ নিয়ে কি হার্ভার্ডে ভর্তি হতে পারবেন? এসব ভাবনা থেকেই অন্য বিশ্ববিদ্যালয়ে আবেদনের প্রস্তুতি নেন। আবেদনের জন্য যুক্তরাষ্ট্রের ১০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা তৈরি করেন রায়হান। কিন্তু তাঁর স্ত্রী ও এক বন্ধু তাঁকে উৎসাহ দেন। তিনি বলেন, ‘স্ত্রী ও বন্ধু আমাকে বলে, হার্ভার্ডে আবেদন করে আমি যেন ভুলে যাই যে আবেদন করেছি। আমিও হবে না ধরে নিয়েই হার্ভার্ডে আবেদন করি!’

আবেদনের দুই সপ্তাহ যেতেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার আসতে শুরু করে। ১০টিতে আবেদন করে যখন ৮টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন, তখন রায়হানের স্বপ্ন আবার ডানা মেলল। তাহলে কি হার্ভার্ডে সুযোগ পাবেন? এমন দোলাচলের মধ্যেই গত ১৫ মার্চ পেলেন স্বপ্নের সেই ই-মেইল। মাস্টার ইন পাবলিক পলিসি বিষয়ে ভর্তির অফার লেটার পাঠিয়েছে তাঁকে হার্ভার্ড কেনেডি স্কুল।

দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করতে এ মাসেই শিক্ষা ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন রায়হান মিয়া।