বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন বোর্ডের বর্তমান পরিচালক মাহবুব আনাম। ২০০১ সাল থেকে বিসিবির প্রতিটি নির্বাচিত বোর্ডে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে কাউন্সিলরও নির্বাচিত হয়েছেন। পরিচালক নির্বাচিত হওয়ার পর বোর্ডের সিনিয়র সহ সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ছিলেন সাধারণ সম্পাদকও। কিন্তু ২৪ বছর কাটানোর পর বোর্ডের নির্বাচনে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেট সংগঠক।
বুধবার গভীর রাতে রাইজিংবিডির সঙ্গে মুঠোফোনে আলাপকালে মাহবুব আনাম নিশ্চিত করেছেন তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না এবং কাউন্সিলরও থাকবেন না। সিদ্ধান্তকে পুরোটাই ব্যক্তিগত বলেছেন তিনি।
‘‘হ্যাঁ নির্বাচন করবো না। একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। তাই কারো সঙ্গে আলোচনা করার কোনো সুযোগ কিংবা সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগও নেই।’’
কাউন্সিলরশিপ নিয়ে জানতে চাইলে স্পষ্ট করে বলেছেন,‘‘কাউন্সিলরশিপ তো নির্বাচনের জন্য বিরাট অংশ। যেহেতু নির্বাচন করবো না তাই কাউন্সিলরশিপ রাখার কোনো প্রয়োজন অনুভব করছি না। এটা তো ভোটাধিকারের মতো। মোহামেডান আমার ক্লাব। আমি আমার ক্লাবেই থাকবো।’’
সবকিছু ঠিক থাকলে বিসিবির পরবর্তী নির্বাচন হওয়ার কথা আছে অক্টোবরে।
নির্বাচন না করার জন্য ব্যক্তিগত কারণ দেখালেও সম্প্রতি তার ব্যবসায়িক ইসু্য এবং বিগত সরকারের শীর্ষ মহলের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টি সামনে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবল সমালোচনাও হচ্ছে। এছাড়া ব্যবসায়িক কারণে দুদকে একাধিক মামলাও আছে তার বিরুদ্ধে।
সামনের পরিস্থিতি কোন দিকে যাবে এবং ভবিষ্যতে ক্রিকেট প্রশাসনে কারা আসতে পারেন সেসবও ভাবনাতে এনেছেন বলে খবর রয়েছে। ক্রিকেট প্রশাসন জটিল হতে পারে এবং তার ব্যক্তিগত জীবন ও ব্যবসায়িক ইসু্যতে প্রভাব পড়তে পারে সেসব চিন্তা করে তিনি থাকতে চাচ্ছেন না বোর্ডে।
তবে ক্রিকেট সংগঠক হিসেব নিজের পরিচয় ছাড়তে চান না। থাকবেন মোহামেডান ক্লাবের সঙ্গেই। মোহামেডানের সাবেক ক্রিকেটার ১৯৮৫ সালে খেলা ছাড়ার পর ক্লাবের প্রতিনিধি হিসেবে সিসিডিএমের সদস্য হন। পরবর্তীতে ২০০১ সালে বোর্ডের পরিচালক নির্বাচিত হন।
এরপর সরকার পরিবর্তন হয়েছে কয়েকবার। বোর্ডও পরিবর্তন হয়েছে। ক্রিকেট এগিয়েছে। কিন্তু ক্রিকেট বোর্ডের পরিচালক পদ আঁকড়ে রেখেছিলেন মাহমুব আনাম। সেই পদে এবার দাঁড়ি পড়তে যাচ্ছে।