০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসুর ব্যালট পেপারে প্রার্থীদের ছবি যুক্ত করার দাবি ছাত্র অধিকারের

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৫৫৩ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নাম ও ব্যালট নম্বরের পাশে প্রার্থীদের ছবি যুক্ত করার দাবি জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

বিন ইয়ামিন মোল্লা বলেন, “ডাকসু ও হল সংসদ নির্বাচনে একজন প্রার্থীকে ৪১টি ভোট দিতে হবে। একজন ভোটারের পক্ষে এত সংখ্যক প্রার্থীর নাম ও ব্যালট নম্বর মনে রাখা কঠিন। তাই ব্যালট পেপারে অবশ্যই প্রার্থীদের স্পষ্ট ছবি দিতে হবে।”

তিনি বলেন, “নারীদের ক্ষেত্রে তারা তাদের সুবিধা অনুযায়ী ছবি বসাতে দেবে। অর্থাৎ, তারা যেভাবে স্বাচ্ছন্দ্যবোদ করবে সেভাবেই তাদের ছবি ব্যালট প্যাপারে যুক্ত করতে হবে। প্রার্থীদের ছবি যুক্ত করা অতীব জরুরি। নতুবা একই নামে দুজন প্রার্থীর মধ্যে ভোট দিতে গিয়ে ভোটাররা দ্বিধায় পড়বে।”

তিনি আরও বলেন, “ছাত্রলীগের সাবেক নেতা (জুলিয়াস সিজার) ডাকসুতে সহ-সভাপতি (ভিপি) পদে দাঁড়িয়েছে। তার মানে কী তার অতীতের ফৌজদারি অপরাধ মাফ হয়ে গেছে? সেসময় এই সিজার ভিপি নুর, সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের প্রচারণায় ডিম ছুঁড়েছিল। পাশাপাশি নারীদেরও লাঞ্ছিত করেছে সে।”

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি প্রার্থীদের নাম ও ব্যালট নম্বরের পাশে ছবি যুক্ত করা না হয় এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা যদি ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করে, তবে আমরা আবার আন্দোলনে নামব।”

সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী সাবিনা ইয়াসমিন ডাকসুতে নির্বাচিত হলে তাদের কাজ কেমন হবে- তা উল্লেখ করে বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের খাবারের মান, আবাসিক সঙ্কট, মেডিকেল ব্যবস্থার জন্য কাজ করে যাব। পাশাপাশি ডাকসুকে ক্যালেন্ডারভুক্ত করে প্রতি বছর নির্দিষ্ট সময়ে নির্বাচনের চেষ্টা করব।”

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী রাকিবুল ইসলাম ভোটের পরিবেশ নিয়ে বলেন, “ভোটকেন্দ্রগুলো উন্মুক্ত অবস্থানে রাখা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে রোদ, বৃষ্টি, ভ্যাপসা গরমের জন্য ব্যবস্থা নিতে হবে। ভোটকেন্দ্রের অভ্যন্তরে শিক্ষার্থীদের জন্য পরিমিত পরিমাণে জায়গা রাখতে হবে, স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করার পাশাপাশি ভোটের সুন্দর পরিবেশ নিশ্চিতের জন্য উদ্যোগ নিতে হবে।

ট্যাগঃ

ডাকসুর ব্যালট পেপারে প্রার্থীদের ছবি যুক্ত করার দাবি ছাত্র অধিকারের

সময়ঃ ১২:০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নাম ও ব্যালট নম্বরের পাশে প্রার্থীদের ছবি যুক্ত করার দাবি জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

বিন ইয়ামিন মোল্লা বলেন, “ডাকসু ও হল সংসদ নির্বাচনে একজন প্রার্থীকে ৪১টি ভোট দিতে হবে। একজন ভোটারের পক্ষে এত সংখ্যক প্রার্থীর নাম ও ব্যালট নম্বর মনে রাখা কঠিন। তাই ব্যালট পেপারে অবশ্যই প্রার্থীদের স্পষ্ট ছবি দিতে হবে।”

তিনি বলেন, “নারীদের ক্ষেত্রে তারা তাদের সুবিধা অনুযায়ী ছবি বসাতে দেবে। অর্থাৎ, তারা যেভাবে স্বাচ্ছন্দ্যবোদ করবে সেভাবেই তাদের ছবি ব্যালট প্যাপারে যুক্ত করতে হবে। প্রার্থীদের ছবি যুক্ত করা অতীব জরুরি। নতুবা একই নামে দুজন প্রার্থীর মধ্যে ভোট দিতে গিয়ে ভোটাররা দ্বিধায় পড়বে।”

তিনি আরও বলেন, “ছাত্রলীগের সাবেক নেতা (জুলিয়াস সিজার) ডাকসুতে সহ-সভাপতি (ভিপি) পদে দাঁড়িয়েছে। তার মানে কী তার অতীতের ফৌজদারি অপরাধ মাফ হয়ে গেছে? সেসময় এই সিজার ভিপি নুর, সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের প্রচারণায় ডিম ছুঁড়েছিল। পাশাপাশি নারীদেরও লাঞ্ছিত করেছে সে।”

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি প্রার্থীদের নাম ও ব্যালট নম্বরের পাশে ছবি যুক্ত করা না হয় এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা যদি ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করে, তবে আমরা আবার আন্দোলনে নামব।”

সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী সাবিনা ইয়াসমিন ডাকসুতে নির্বাচিত হলে তাদের কাজ কেমন হবে- তা উল্লেখ করে বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের খাবারের মান, আবাসিক সঙ্কট, মেডিকেল ব্যবস্থার জন্য কাজ করে যাব। পাশাপাশি ডাকসুকে ক্যালেন্ডারভুক্ত করে প্রতি বছর নির্দিষ্ট সময়ে নির্বাচনের চেষ্টা করব।”

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী রাকিবুল ইসলাম ভোটের পরিবেশ নিয়ে বলেন, “ভোটকেন্দ্রগুলো উন্মুক্ত অবস্থানে রাখা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে রোদ, বৃষ্টি, ভ্যাপসা গরমের জন্য ব্যবস্থা নিতে হবে। ভোটকেন্দ্রের অভ্যন্তরে শিক্ষার্থীদের জন্য পরিমিত পরিমাণে জায়গা রাখতে হবে, স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করার পাশাপাশি ভোটের সুন্দর পরিবেশ নিশ্চিতের জন্য উদ্যোগ নিতে হবে।