১৫ আগস্ট সম্মেলনের দুই দিন আগে একজন সাংবাদিক ওয়ারেনকে ফোন করে বলেন, তিনি একটি মোটরসাইকেল পাবেন। প্রথমে তিনি ভেবেছিলেন, কেউ হয় তো তাঁর সঙ্গে মজা করছেন অথবা প্রতারণার চেষ্টা করছেন।
সম্মেলন শেষে ওয়ারেনকে অ্যাঙ্কোরেজের একটি হোটেলের পার্কিং লটে নিয়ে যাওয়া হয়। সেখানে ছয়জন মানুষ বাইকের পাশে দাঁড়িয়ে ছিলেন। তাঁদের সবাইকে তাঁর রাশিয়ার প্রতিনিধি মনে হয়েছিল। ওয়ারেন বলেন, ‘আমি সেখানে গিয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম।’ আমি তাঁদের বললাম, ‘তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে মজা করছ।’
কাগজপত্রে সই করার সময় ওয়ারেন দেখলেন, বাইকটির উৎপাদনের তারিখ একেবারে সর্বসাম্প্রতিক। তিনি বলেন, ‘স্পষ্ট বোঝা যাচ্ছে, এটা শোরুম থেকে বেরিয়েই ২৪ ঘণ্টার মধ্যে প্লেনে উঠে এখানে এসেছে।’