০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জকসুর সংশোধিত নীতিমালা জমা শুক্রবার

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ৫৫৪ Time View

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৪, ২১ আগস্ট ২০২৫  

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) আইন অনুযায়ী প্রণীত সংশোধিত নীতিমালা আগামীকাল শুক্রবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেবে নীতিমালা প্রণয়ন কমিটি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নীতিমালা হাতে পাওয়ার পর আগামী সপ্তাহে একটি বিশেষ সিন্ডিকেট সভা আয়োজন করা হবে। ওই সভা থেকে নীতিমালার চূড়ান্ত খসড়া অনুমোদন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হবে।

উপাচার্য ড. রেজাউল করিম বলেন, “ইউজিসি আমাদের নিশ্চিত করেছে যে, আগামীকাল জকসুর সংশোধিত নীতিমালাটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেবে কমিটি। এরপর বিশেষ সিন্ডিকেটের মাধ্যমে দ্রুত ইউজিসিতে পাঠানো হবে। ইউজিসির মাধ্যমে নীতিমালাটি মন্ত্রণালয়ে প্রেরিত হয়ে বিধি আকারে অনুমোদন হলে বিশ্ববিদ্যালয়ে পৌঁছার দিনই আমরা জকসুর রোডম্যাপ ঘোষণা করব, ইনশাআল্লাহ। তবে বিধি হাতে না পাওয়া পর্যন্ত রোডম্যাপ ঘোষণা করা যাচ্ছে না।”

এদিকে, সম্পূরক বৃত্তি প্রদান, জকসু নীতিমালা অনুমোদন ও সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে তিন দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। তারা ঘোষণা দিয়েছেন, আগামী রোববার দুপুর ১২টার মধ্যে প্রশাসন সুনির্দিষ্ট সিদ্ধান্ত না দিলে ‘ব্রেক দ্যা সাইলেন্স’ কর্মসূচির আওতায় উপাচার্য ভবনের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

গত ৭ মে অনুষ্ঠিত বিশেষ সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের মতামত যুক্ত করার সুপারিশ করা হলে নীতিমালার অনুমোদন স্থগিত হয়।

শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. তানজিম আলমের নেতৃত্বে একটি কমিটি গঠন; কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে নীতিমালা সংশোধনের জন্য একটি কমিটি গঠন করা হলেও দীর্ঘ ৩ মাসে তা জমা দেওয়া সম্ভব হয়নি। অবশেষে সংশোধন কার্যক্রম সম্পন্ন করে আগামীকাল নীতিমালা প্রশাসনের কাছে জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছে কমিটি।

ঢাকা/লিমন/মেহেদী

ট্যাগঃ

জকসুর সংশোধিত নীতিমালা জমা শুক্রবার

সময়ঃ ১২:০৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৪, ২১ আগস্ট ২০২৫  

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) আইন অনুযায়ী প্রণীত সংশোধিত নীতিমালা আগামীকাল শুক্রবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেবে নীতিমালা প্রণয়ন কমিটি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নীতিমালা হাতে পাওয়ার পর আগামী সপ্তাহে একটি বিশেষ সিন্ডিকেট সভা আয়োজন করা হবে। ওই সভা থেকে নীতিমালার চূড়ান্ত খসড়া অনুমোদন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হবে।

উপাচার্য ড. রেজাউল করিম বলেন, “ইউজিসি আমাদের নিশ্চিত করেছে যে, আগামীকাল জকসুর সংশোধিত নীতিমালাটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেবে কমিটি। এরপর বিশেষ সিন্ডিকেটের মাধ্যমে দ্রুত ইউজিসিতে পাঠানো হবে। ইউজিসির মাধ্যমে নীতিমালাটি মন্ত্রণালয়ে প্রেরিত হয়ে বিধি আকারে অনুমোদন হলে বিশ্ববিদ্যালয়ে পৌঁছার দিনই আমরা জকসুর রোডম্যাপ ঘোষণা করব, ইনশাআল্লাহ। তবে বিধি হাতে না পাওয়া পর্যন্ত রোডম্যাপ ঘোষণা করা যাচ্ছে না।”

এদিকে, সম্পূরক বৃত্তি প্রদান, জকসু নীতিমালা অনুমোদন ও সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে তিন দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। তারা ঘোষণা দিয়েছেন, আগামী রোববার দুপুর ১২টার মধ্যে প্রশাসন সুনির্দিষ্ট সিদ্ধান্ত না দিলে ‘ব্রেক দ্যা সাইলেন্স’ কর্মসূচির আওতায় উপাচার্য ভবনের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

গত ৭ মে অনুষ্ঠিত বিশেষ সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের মতামত যুক্ত করার সুপারিশ করা হলে নীতিমালার অনুমোদন স্থগিত হয়।

শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. তানজিম আলমের নেতৃত্বে একটি কমিটি গঠন; কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে নীতিমালা সংশোধনের জন্য একটি কমিটি গঠন করা হলেও দীর্ঘ ৩ মাসে তা জমা দেওয়া সম্ভব হয়নি। অবশেষে সংশোধন কার্যক্রম সম্পন্ন করে আগামীকাল নীতিমালা প্রশাসনের কাছে জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছে কমিটি।

ঢাকা/লিমন/মেহেদী