০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আমাদের দেশের মূল সমস্যা হচ্ছে পরিকল্পনাহীন অবকাঠামো: রফিকুল আমীন

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৫৫৭ Time View
অনুষ্ঠানে অতিথিরা।

বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন বলেছেন, আমাদের দেশের মূল সমস্যা হচ্ছে পরিকল্পনাহীন অবকাঠামো, দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থা ও আইনের শাসনের অনুপস্থিতি। এসব সমস্যার প্রতিকার করতেই নিজেই দেশের দায়িত্ব নিতে চাই।

শুক্রবার (২২ আগস্ট) ঢাকায় বিএমএ অডিটরিয়ামে আয়োজিত বাংলাদেশ আমজনগণ পার্টির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

একাত্তরের ও জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রফিকুল আমীন বলেন, জুলাইযোদ্ধারা দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন।

তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়াই আমাদের মূল লক্ষ্য। আজকের এই সম্মেলনে উপস্থিত সবাই ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন।

রফিকুল আমীন বলেন, মানুষকে সম্পৃক্ত করে এমন রাজনৈতিক দল গঠন করব, যেখানে ধর্ম-বর্ণের কোনো বিভেদ থাকবে না। সবাই মিলে আমরা এক জাতি হয়ে একসঙ্গে লড়াই করে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলব। সেই ভাবনা থেকেই নতুন রাজনৈতিক দল গঠন করেছি।

সদস্য সচিব ফাতিমা তাসনিম বলেন, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা মামলা-হামলার শিকার হয়েছি। টিয়ার গ্যাসে আমার ফুসফুস ক্ষতবিক্ষত হয়েছে। সাধারণ মানুষের রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে প্রয়োজনে আবারও রাজপথে নামতে দ্বিধা করব না।

তিনি আরও বলেন, অনেকে রাজনীতির মঞ্চে বড় বড় কথা বলেন, অথচ নিজেদের সন্তানদের বিদেশে পড়তে পাঠান। যারা এসব নাটক করেছে, তারাই বোরকা পরে দেশ ছেড়ে পালিয়েছে। আমরা জুলাইযোদ্ধারা দেশ গড়তে নিজের জীবন বাজি রেখেছি। কোনো স্বৈরাচারকে আর দেশের মাটিতে ফিরতে দেব না।

সম্মেলনে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ

আমাদের দেশের মূল সমস্যা হচ্ছে পরিকল্পনাহীন অবকাঠামো: রফিকুল আমীন

সময়ঃ ১২:০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
অনুষ্ঠানে অতিথিরা।

বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন বলেছেন, আমাদের দেশের মূল সমস্যা হচ্ছে পরিকল্পনাহীন অবকাঠামো, দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থা ও আইনের শাসনের অনুপস্থিতি। এসব সমস্যার প্রতিকার করতেই নিজেই দেশের দায়িত্ব নিতে চাই।

শুক্রবার (২২ আগস্ট) ঢাকায় বিএমএ অডিটরিয়ামে আয়োজিত বাংলাদেশ আমজনগণ পার্টির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

একাত্তরের ও জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রফিকুল আমীন বলেন, জুলাইযোদ্ধারা দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন।

তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়াই আমাদের মূল লক্ষ্য। আজকের এই সম্মেলনে উপস্থিত সবাই ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন।

রফিকুল আমীন বলেন, মানুষকে সম্পৃক্ত করে এমন রাজনৈতিক দল গঠন করব, যেখানে ধর্ম-বর্ণের কোনো বিভেদ থাকবে না। সবাই মিলে আমরা এক জাতি হয়ে একসঙ্গে লড়াই করে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলব। সেই ভাবনা থেকেই নতুন রাজনৈতিক দল গঠন করেছি।

সদস্য সচিব ফাতিমা তাসনিম বলেন, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা মামলা-হামলার শিকার হয়েছি। টিয়ার গ্যাসে আমার ফুসফুস ক্ষতবিক্ষত হয়েছে। সাধারণ মানুষের রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে প্রয়োজনে আবারও রাজপথে নামতে দ্বিধা করব না।

তিনি আরও বলেন, অনেকে রাজনীতির মঞ্চে বড় বড় কথা বলেন, অথচ নিজেদের সন্তানদের বিদেশে পড়তে পাঠান। যারা এসব নাটক করেছে, তারাই বোরকা পরে দেশ ছেড়ে পালিয়েছে। আমরা জুলাইযোদ্ধারা দেশ গড়তে নিজের জীবন বাজি রেখেছি। কোনো স্বৈরাচারকে আর দেশের মাটিতে ফিরতে দেব না।

সম্মেলনে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।