০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে অসহায় দোকানিকে সহায়তা দিল বসুন্ধরা শুভসংঘ

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৫৫৮ Time View

বরগুনার আমতলীতে শারীরিক প্রতিবন্ধী এক অসহায় ক্ষুদ্র দোকানির জীবনে নতুন আশার আলো জ্বালাল মানবিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে বসুন্ধরা শুভসংঘ আমতলী উপজেলা শাখার পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সরবরাহ করা হয় উপজেলার পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বইঠাকাটা এলাকার বাসিন্দা শংকরের দোকানে।

এর ফলে দীর্ঘদিনের অভাব-অনটনে প্রায় বন্ধ হয়ে যাওয়া ব্যবসাটি নতুনভাবে সাজিয়ে তোলার সুযোগ পান তিনি।

শংকর বলেন, অভাবের সংসার চালানো ছিল কষ্টকর। দোকানে শুধু সামান্য বিস্কুট রেখেই বসে থাকতে হতো। আজ শুভসংঘের সহযোগিতায় আমি আবার ব্যবসা শুরু করতে পারছি। এটি আমার জীবনের জন্য আশীর্বাদ।

সংগঠনের উপজেলা শাখার সহ-সভাপতি জোসেফ মাহতাব বলেন, শুভসংঘ শুধু আর্থিক সহায়তা নয়, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নতুনভাবে বাঁচার শক্তি জোগাতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সহায়তা দেওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি জোসেফ মাহতাব, উপদেষ্টা মো. আল-আমিন বাবু, সাহিত্য সম্পাদক গাজী নাসির, কার্যনির্বাহী সদস্য রিপন মুন্সি, কামরুল হাসান সায়মন, এইচ এম রাসেল, ফকরউদ্দিন তহসীন, তৌহিদুল ইসলামসহ অন্যান্য নেতারা।

স্থানীয় বাসিন্দারা উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শুভসংঘের এ কার্যক্রম সমাজের জন্য অনুকরণীয় উদাহরণ। একজন অসহায় দোকানিকে সহায়তার মাধ্যমে সংগঠনটি শুধু একটি পরিবার নয়, বরং পুরো সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।

আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ

আমতলীতে অসহায় দোকানিকে সহায়তা দিল বসুন্ধরা শুভসংঘ

সময়ঃ ১২:০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

বরগুনার আমতলীতে শারীরিক প্রতিবন্ধী এক অসহায় ক্ষুদ্র দোকানির জীবনে নতুন আশার আলো জ্বালাল মানবিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে বসুন্ধরা শুভসংঘ আমতলী উপজেলা শাখার পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সরবরাহ করা হয় উপজেলার পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বইঠাকাটা এলাকার বাসিন্দা শংকরের দোকানে।

এর ফলে দীর্ঘদিনের অভাব-অনটনে প্রায় বন্ধ হয়ে যাওয়া ব্যবসাটি নতুনভাবে সাজিয়ে তোলার সুযোগ পান তিনি।

শংকর বলেন, অভাবের সংসার চালানো ছিল কষ্টকর। দোকানে শুধু সামান্য বিস্কুট রেখেই বসে থাকতে হতো। আজ শুভসংঘের সহযোগিতায় আমি আবার ব্যবসা শুরু করতে পারছি। এটি আমার জীবনের জন্য আশীর্বাদ।

সংগঠনের উপজেলা শাখার সহ-সভাপতি জোসেফ মাহতাব বলেন, শুভসংঘ শুধু আর্থিক সহায়তা নয়, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নতুনভাবে বাঁচার শক্তি জোগাতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সহায়তা দেওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি জোসেফ মাহতাব, উপদেষ্টা মো. আল-আমিন বাবু, সাহিত্য সম্পাদক গাজী নাসির, কার্যনির্বাহী সদস্য রিপন মুন্সি, কামরুল হাসান সায়মন, এইচ এম রাসেল, ফকরউদ্দিন তহসীন, তৌহিদুল ইসলামসহ অন্যান্য নেতারা।

স্থানীয় বাসিন্দারা উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শুভসংঘের এ কার্যক্রম সমাজের জন্য অনুকরণীয় উদাহরণ। একজন অসহায় দোকানিকে সহায়তার মাধ্যমে সংগঠনটি শুধু একটি পরিবার নয়, বরং পুরো সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।

আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।