নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৫২, ২৩ আগস্ট ২০২৫
নড়াইলে কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের ফরিদ হত্যা মামলার আসামি হুমায়ুন শেখ (৪২) কারাগারে অসুস্থ অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে অসুস্থ অবস্থায় কারাগার থেকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মৃত হুমায়ুন শেখ কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত খেলাফত শেখের ছেলে।
কারাগার সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের ফরিদ হত্যা মামলার ৮ নম্বর এজাহারভুক্ত আসামি ছিল হুমায়ুন শেখ। তিনি গত ২ মাস ধরে জেলা কারাগারে ছিলেন। গত কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন।
শুক্রবার মধ্যরাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে কারাগার কর্তৃপক্ষ তাকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার বাগচী তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা কারাগারের জেলার মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, “তিনি কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। শুক্রবার রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে নড়াইল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শনিবার (২৩ আগস্ট) দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।”
ঢাকা/শরিফুল/মেহেদী