০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সুস্থ হয়ে বাসায় ফিরলেন মোস্তফা সরয়ার ফারুকী

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ৫৪৮ Time View

প্রকাশিত: ১৭:৫৪, ২৪ আগস্ট ২০২৫   আপডেট: ১৭:৫৮, ২৪ আগস্ট ২০২৫

মোস্তফা সরয়ার ফারুকী

গুরুতর অসুস্থ হয়ে কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার (২৩ আগস্ট) বিকালে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তিনি। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। 

তবে চিকিৎসকের পরামর্শমতে আগামী সাত দিন ফারুকীকে বিশ্রামে থাকতে হবে। ফারুকীর বাসায় ফেরার একটি ভিডিও ক্লিপ তিশা তার ফেসবুক পেজে শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ, মোস্তফা সরওয়ার ফারুকী (শনিবার) সুস্থ হয়ে বাসায় ফিরলেন।” 

ভিডিওতে দেখা যায়, বাবা ফারুকীকে দেখে উচ্ছ্বসিত মেয়ে ইলহাম দৌড়ে গিয়ে বাবাকে ফুল দিয়ে বরণ করছে। ছোট্ট ইলহামের সেই আনন্দঘন মুহূর্ত সত্যিই মন ছুঁয়ে গেছে নেটিজেনদের।   

এর আগে, গত সপ্তাহে উপদেষ্টার অসুস্থতা নিয়ে তিশা লিখেছিলেন, “মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছেন।” 

এরপর যোগ করেছিলেন, “চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত কাজের চাপের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।” 

সে সময় জেলা প্রশাসন সূত্রে জানা যায়, চার দিনের সরকারি সফরে শুক্রবার বিকেলে মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে যান। শনিবার বিকেল পর্যন্ত তিনি বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় আনা হয়।

ঢাকা/রাহাত/শান্ত

ট্যাগঃ

সুস্থ হয়ে বাসায় ফিরলেন মোস্তফা সরয়ার ফারুকী

সময়ঃ ১২:০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

প্রকাশিত: ১৭:৫৪, ২৪ আগস্ট ২০২৫   আপডেট: ১৭:৫৮, ২৪ আগস্ট ২০২৫

মোস্তফা সরয়ার ফারুকী

গুরুতর অসুস্থ হয়ে কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার (২৩ আগস্ট) বিকালে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তিনি। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। 

তবে চিকিৎসকের পরামর্শমতে আগামী সাত দিন ফারুকীকে বিশ্রামে থাকতে হবে। ফারুকীর বাসায় ফেরার একটি ভিডিও ক্লিপ তিশা তার ফেসবুক পেজে শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ, মোস্তফা সরওয়ার ফারুকী (শনিবার) সুস্থ হয়ে বাসায় ফিরলেন।” 

ভিডিওতে দেখা যায়, বাবা ফারুকীকে দেখে উচ্ছ্বসিত মেয়ে ইলহাম দৌড়ে গিয়ে বাবাকে ফুল দিয়ে বরণ করছে। ছোট্ট ইলহামের সেই আনন্দঘন মুহূর্ত সত্যিই মন ছুঁয়ে গেছে নেটিজেনদের।   

এর আগে, গত সপ্তাহে উপদেষ্টার অসুস্থতা নিয়ে তিশা লিখেছিলেন, “মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছেন।” 

এরপর যোগ করেছিলেন, “চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত কাজের চাপের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।” 

সে সময় জেলা প্রশাসন সূত্রে জানা যায়, চার দিনের সরকারি সফরে শুক্রবার বিকেলে মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে যান। শনিবার বিকেল পর্যন্ত তিনি বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় আনা হয়।

ঢাকা/রাহাত/শান্ত