বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৫৬, ২৪ আগস্ট ২০২৫ আপডেট: ২৩:১২, ২৪ আগস্ট ২০২৫
রবিবার রাতে বরিশাল নগরীর ফজলুল হক অ্যাভিনিউয়ে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা তৌহিদ আফ্রিদিকে।
মাই টিভির চেয়ারম্যানের ছেলে আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নগরীর ফজলুল হক অ্যাভিনিউয়ে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘‘ঢাকা সিআইডি পুলিশের একটি দল বরিশালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ তাদের সহযোগিতা করে। তৌহিদ আফ্রিদিকে ঢাকায় পাঠানো হয়েছে।”
কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটা নিশ্চিত হতে পারেনি রাইজিংবিডি ডটকম। তবে একটি সূত্র জানিয়েছে, জুলাই গণহত্যার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে তৌহিদ আফ্রিদিকে।
এর আগে, গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে তৌহিদ আফ্রিদির বাবা মো. নাসির উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। নাসির উদ্দীন বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা/পলাশ/রাজীব
Voice24 Admin 













