প্রথমবার এশিয়া কাপে খেলবে ওমান। অভিজ্ঞ ওপেনার যতীন্দর সিংয়ের নেতৃত্বে ১৭ জনের দল ঘোষণা করেছে তারা। দলে নতুন মুখ চার জন- সুফিয়ান ইউসুফ, জিকরিয়া ইসলাম, ফয়সাল শাহ, নাদিম খান।
ওমানের প্রধান কোচ দুলীপ মেন্ডিস প্রথমবার এশিয়া কাপে অংশ নিতে যাচ্ছেন বলে রোমাঞ্চিত, ‘এটা সত্যি যে আমরা এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে অংশ নিচ্ছি। বৈশ্বিসক মঞ্চে আমাদের খেলোয়াড়দের সামনে তাদের দক্ষতা দেখানোর চমৎকার সুযোগ। ভারত ও পাকিস্তানের মতো দলের বিপক্ষে খেলা যে কোনও ক্রিকেটারের জন্য রোমাঞ্চকর মুহূর্ত। গতিময় টি-টোয়েন্টি খেলায় যে কোনও কিছু হতে পারে, যেখানে এক ওভারের চমৎকারিত্ব সবকিছু বদলে দিতে পারে।’
‘এ’ গ্রুপে ওমান তাদের এশিয়া কাপ শুরু করবে ১২ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে। ১৫ ও ১৯ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ভারত।
ওমান সবশেষ মাঠে নেমেছে গত মে মাসে লডারহিলে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ এ। এনিয়ে দ্বিতীয়বার কোনও বড় বহুজাতিক টুর্নামেন্টে অংশ নিচ্ছে ওমান। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল তারা।
ওমানের স্কোয়াড: যতীন্দর সিং (অধিনায়ক), হাম্মাদ মির্জা, ভিনায়াক শুক্লা, সুফিয়ান ইউসুফ, আশীষ ওদেদারা, আমির কালিম, মোহাম্মদ নাদিম, সুফিয়ান মেহমুদ, আরিয়ান বিশত, কারান সোনাভালে, জিকরিয়া ইসলাম, হাসনাইন শাহ, ফয়সাল শাহ, মুহাম্মেদ ইমরান, নাদিম খান, শাকিল আহমেদ, সামায় শ্রীবাস্তব।