০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসী দম্পতিকে পিটিয়ে জখম, বাড়ি-জমি দখলচেষ্টার অভিযোগ

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:১১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ৫৫৫ Time View
প্রবাসী দম্পতি

হবিগঞ্জ সদর উপজেলায় প্রবাসী দম্পতিকে পিটিয়ে জখম ও তাদের জমি ও বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতে মামলা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে মামলাটি দায়ের করা হলে আদালত হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের আদেশ দেন।

এর আগে গত সোমবার উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের দুবাই প্রবাসী আব্দুল মালেক ও তার স্ত্রী জায়েদা খাতুন। তারা হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মামলায় একই গ্রামের আব্দুর রশিদ মিয়া (৬০), তার স্ত্রী সুফিয়া বেগম (৫০) ও ছেলে সুহেল মিয়াকে (২৫) আসামি করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়েরের পর বিচারক কাঁকন দে অভিযোগ আমলে নিয়ে আহতদের মেডিকেল রিপোর্ট সংগ্রহ করে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য সদর মডেল থানার ওসিকে আদেশ দিয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়, প্রবাসী মালেকের এক ছেলে বিদেশে, আরেক ছেলে চট্টগ্রামে পড়াশোনা করেন। এ সুযোগে আসামিরা তাদের জমি দখলের চেষ্টা করেন। গত সোমবার (২৫ আগস্ট) সকালে আসামিরা মালেকের গাছের চারার জমির বেড়া ভেঙে প্রায় ১২ হাজার টাকার ক্ষতি করেন। পরে সকাল ১১টার দিকে বাড়ি দখলের উদ্দেশে গিয়ে মালেক দম্পতিকে মারধর করেন। এতে তাদের মাথায় গুরুতর আঘাত লাগে।

বাদীপক্ষের আইনজীবী বিপ্লব কুমার দাশ বলেন, আদালত প্রাথমিকভাবে অভিযোগ গ্রহণ করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ

প্রবাসী দম্পতিকে পিটিয়ে জখম, বাড়ি-জমি দখলচেষ্টার অভিযোগ

সময়ঃ ১২:১১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
প্রবাসী দম্পতি

হবিগঞ্জ সদর উপজেলায় প্রবাসী দম্পতিকে পিটিয়ে জখম ও তাদের জমি ও বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতে মামলা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে মামলাটি দায়ের করা হলে আদালত হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের আদেশ দেন।

এর আগে গত সোমবার উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের দুবাই প্রবাসী আব্দুল মালেক ও তার স্ত্রী জায়েদা খাতুন। তারা হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মামলায় একই গ্রামের আব্দুর রশিদ মিয়া (৬০), তার স্ত্রী সুফিয়া বেগম (৫০) ও ছেলে সুহেল মিয়াকে (২৫) আসামি করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়েরের পর বিচারক কাঁকন দে অভিযোগ আমলে নিয়ে আহতদের মেডিকেল রিপোর্ট সংগ্রহ করে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য সদর মডেল থানার ওসিকে আদেশ দিয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়, প্রবাসী মালেকের এক ছেলে বিদেশে, আরেক ছেলে চট্টগ্রামে পড়াশোনা করেন। এ সুযোগে আসামিরা তাদের জমি দখলের চেষ্টা করেন। গত সোমবার (২৫ আগস্ট) সকালে আসামিরা মালেকের গাছের চারার জমির বেড়া ভেঙে প্রায় ১২ হাজার টাকার ক্ষতি করেন। পরে সকাল ১১টার দিকে বাড়ি দখলের উদ্দেশে গিয়ে মালেক দম্পতিকে মারধর করেন। এতে তাদের মাথায় গুরুতর আঘাত লাগে।

বাদীপক্ষের আইনজীবী বিপ্লব কুমার দাশ বলেন, আদালত প্রাথমিকভাবে অভিযোগ গ্রহণ করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।