সম্মেলনে ইন্সট্রাকশনাল কোর্স লেকচার, হ্যান্ডস-অন ওয়ার্কশপ, প্যানেল ডিসকাশন ও বিতর্ক, ইয়াং সার্জনস থিয়েটার প্রেজেন্টেশন, কেস প্রেজেন্টেশন, স- বোন ডেমোনস্ট্রেশন, র্যাপিড ফায়ার কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পর্ব রয়েছে।
আয়োজকেরা বলেন, এ ধরনের সম্মেলন বাংলাদেশে হাঁটুর সার্জারি ও আর্থ্রোপ্লাস্টি চিকিৎসার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।