১. বিজ্ঞানের সীমাবদ্ধতা: আমরা যত উন্নত হই, কিছু বিষয় আল্লাহর জ্ঞান ছাড়া বোঝা সম্ভব নয়।
২. নবীজির মর্যাদা: সিদরাতুল মুনতাহা আমাদের স্মরণ করিয়ে দেয় যে, নবীজি আল্লাহর সর্বাধিক প্রিয় বান্দা।
৩. আমাদের কর্তব্য: মিরাজের উপহার হলো নামাজ। তাই সিদরাতুল মুনতাহার শিক্ষা হলো—নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা।
অনেক আলেম বলেন—সিদরাতুল মুনতাহা শুধু একটি গাছ নয়, বরং এটি হলো জ্ঞান ও সৃষ্টির সীমান্তরেখা। মানুষের ও ফেরেশতাদের বোধগম্যতা এখানে শেষ হয়, আর এর পর শুরু হয় কেবল আল্লাহর বিশেষ জ্ঞানের জগৎ।
আধ্যাত্মিক দিক থেকে বলা যায়, এটি এমন এক স্থান যেখানে সীমিতের সাথে অসীমের মিলন ঘটে।