ধ্বংসস্তূপের ভেতরেও তিনি খুঁজে পেয়েছেন বেঁচে থাকার সুর। সারাক্ষণ মৃত্যুভয় ও বিকট বিস্ফোরণের শব্দে ভীত শিশুদের দেখাচ্ছেন অভিনব লড়াইয়ের পথ। গাজার সংগীতশিক্ষক আহমেদ আবু আমশা শেখাচ্ছেন, ড্রোনের শব্দে আতঙ্ক নয়, কীভাবে সেই শব্দ হয়ে উঠতে পারে গানের সুর।
ইসরায়েলের নির্বিচার হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা নগরের একটি স্কুলে বাচ্চাদের গান শেখান আবু আমশা। তাঁর কথায়, ‘ড্রোন দেখলে শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে। আমাকে বলে, স্যার, এই শব্দে আমরা ক্লান্ত। তখন বলি—না, আমাদের এই শব্দের সঙ্গে সুর মিলিয়েই গাইতে হবে।’