বাংলাদেশের জন্য আসিয়ান কেন গুরুত্বপূর্ণ—এ প্রসঙ্গের অবতারণা করে সিঙ্গাপুরের সিডিএ বলেন, আসিয়ান একটি বৃহৎ ও ক্রমবর্ধমান ভোক্তা বাজার, যেখানে দ্রুত বৃদ্ধি পাচ্ছে মধ্যবিত্ত শ্রেণি। এটি বিশ্বের দ্রুততম বর্ধনশীল অঞ্চল—একটি বিশাল বাণিজ্য ও বিনিয়োগ কেন্দ্র। এর সঙ্গে বিশ্বের প্রধান শক্তিগুলোর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আসিয়ান আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় গঠনমূলক ভূমিকা পালন করে। এসব কারণ বাংলাদেশের জন্য আসিয়ানের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার গুরুত্ব রয়েছে।
আলোচনার সঞ্চালক বিপসের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আ ন ম মুনিরুজ্জামান বলেন, এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের প্রস্তুতির সময় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়া শুধু ইচ্ছার বিষয় নয়, এটি একটি কৌশলগত প্রয়োজন। আজকের পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনীতি, জলবায়ু চ্যালেঞ্জ এবং নিরাপত্তা বাস্তবতায় বাংলাদেশ-আসিয়ান অংশীদারত্বকে চারটি মূল স্তম্ভের ওপর নতুনভাবে সাজাতে হবে। সেগুলো হলো—অর্থনৈতিক সহযোগিতা, উন্নত সংযোগ, জ্বালানি ও জলবায়ু সহনশীলতা এবং কৌশলগত সহযোগিতা।