০৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

‘বরিশাল বিভাগে ২৭ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে’ 

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৫১ Time View

বরিশাল সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ২ সেপ্টেম্বর ২০২৫  

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশন পর্যায়ে চিকিৎসক ও নার্সদের এইএফআই সার্ভিলেন্স ট্রেনিং ও ওরিয়েনন্টেশন সভায় অনুষ্ঠিত হয়।

বরিশাল বিভাগে ২৭ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় দেওয়া হবে ৯৭ হাজার।

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশন পর্যায়ে চিকিৎসক ও নার্সদের এইএফআই সার্ভিলেন্স ট্রেনিং ও ওরিয়েনন্টেশন সভায় এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে সিটি কর্পোরেশনের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়।  

সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার রায়হান কাওছার। তিনি বলেন, টাইফয়েড টিকা গ্রহণে ভ্যাকসিনেশন অ্যাপের মাধ্যমে নিবন্ধন পদ্ধতি গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে টিকা পাওয়ারযোগ্য সকলকে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দ্বারা রেজিস্ট্রেশন করতে হবে।

তিনি সিটি কর্পোরেশন এলাকায় শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেন।

সভায় জানানো হয়, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ৩০ অক্টোবর পর্যন্ত চলবে। এ বছর সিটি কর্পোরেশন এলাকায় টিকাদান লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৭ হাজার। এরমধ্যে স্কুল পর্যায়ে ৬৫ হাজার এবং কমিউনিটি পর্যায়ে ৩২ হাজার শিশুকে টিকা দেওয়া হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুদের টিকা দেওয়া হবে। 

প্রথমে ১২ সেপ্টেম্বর থেকে টিকা কার্যক্রম শুরু হয়ে তা ৩০ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী কেন্দ্রে এবং পরবর্তীতে ১৩ নভেম্বর পর্যন্ত স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে টিকা দেওয়া হবে। 

সভায় আরও জানানো হয়, টাইফয়েড টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া নেই। টিকা নেওয়ার পরে বমি ভাব, টিকা গ্রহণের স্থানে লালচে রঙ ধারণ ও জ্বর হতে পারে। তবে এটি কোনো স্বাস্থ্য ঝুঁকির কারণ নয়। খালি পেটে কাউকে টিকাগ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়। 

সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মঞ্জুরুল ইমাম সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর সভাপতিত্বে ওরিয়েন্টেশন সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর। চিকিৎসক, নার্স ও গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। 
 

ঢাকা/পলাশ/বকুল 

ট্যাগঃ

‘বরিশাল বিভাগে ২৭ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে’ 

সময়ঃ ১২:১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

বরিশাল সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ২ সেপ্টেম্বর ২০২৫  

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশন পর্যায়ে চিকিৎসক ও নার্সদের এইএফআই সার্ভিলেন্স ট্রেনিং ও ওরিয়েনন্টেশন সভায় অনুষ্ঠিত হয়।

বরিশাল বিভাগে ২৭ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় দেওয়া হবে ৯৭ হাজার।

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশন পর্যায়ে চিকিৎসক ও নার্সদের এইএফআই সার্ভিলেন্স ট্রেনিং ও ওরিয়েনন্টেশন সভায় এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে সিটি কর্পোরেশনের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়।  

সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার রায়হান কাওছার। তিনি বলেন, টাইফয়েড টিকা গ্রহণে ভ্যাকসিনেশন অ্যাপের মাধ্যমে নিবন্ধন পদ্ধতি গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে টিকা পাওয়ারযোগ্য সকলকে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দ্বারা রেজিস্ট্রেশন করতে হবে।

তিনি সিটি কর্পোরেশন এলাকায় শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেন।

সভায় জানানো হয়, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ৩০ অক্টোবর পর্যন্ত চলবে। এ বছর সিটি কর্পোরেশন এলাকায় টিকাদান লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৭ হাজার। এরমধ্যে স্কুল পর্যায়ে ৬৫ হাজার এবং কমিউনিটি পর্যায়ে ৩২ হাজার শিশুকে টিকা দেওয়া হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুদের টিকা দেওয়া হবে। 

প্রথমে ১২ সেপ্টেম্বর থেকে টিকা কার্যক্রম শুরু হয়ে তা ৩০ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী কেন্দ্রে এবং পরবর্তীতে ১৩ নভেম্বর পর্যন্ত স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে টিকা দেওয়া হবে। 

সভায় আরও জানানো হয়, টাইফয়েড টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া নেই। টিকা নেওয়ার পরে বমি ভাব, টিকা গ্রহণের স্থানে লালচে রঙ ধারণ ও জ্বর হতে পারে। তবে এটি কোনো স্বাস্থ্য ঝুঁকির কারণ নয়। খালি পেটে কাউকে টিকাগ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়। 

সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মঞ্জুরুল ইমাম সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর সভাপতিত্বে ওরিয়েন্টেশন সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর। চিকিৎসক, নার্স ও গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। 
 

ঢাকা/পলাশ/বকুল