০২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইয়াবা নিয়ে বরিশালে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল একজনের, আটক ১

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৪৬ Time View

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ৪ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৭:৫৩, ৪ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারে ভ্রমণ শেষে মোটরসাইকেলে ইয়াবা নিয়ে বরিশালে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। আটক করা হয়েছে তার সঙ্গে আরেক মোটরসাইকেলে থাকা অন্য যুবককে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের চেসিসের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে ৩ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এসব তথ্য জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার পরিদর্শক ছগির হোসেন।

নিহত কেএম মশিউর রহমান অরিন বাবু বরিশাল জেলার নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমানের ছেলে। আটক ফারদিন মিয়া বরিশাল নগরীর হজরত কালুশাহ সড়কের বাসিন্দা লাল মিয়ার ছেলে।

আটক ফারদিন মিয়ার বরাতে ডিবি পরিদর্শক ছগির হোসেন জানান, নিহত বাবু ও আটক ফারদিন সপ্তাহখানেক আগে কক্সবাজারে ঘুরতে যান। সেখান থেকে মোটরসাইকেলযোগে সড়কপথে ফেরার পথে বিপুল পরিমাণ ইয়াবার চালান বহন করছিলেন তারা।

গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ট্যুরের নামে ইয়াবার চালান বরিশালে নিয়ে আসার খবর জানতে পারে। এ তথ্যের ভিত্তিতে বুধবার ডিবি পুলিশের সদস্যরা বরিশাল মেট্রোপলিটন এলাকায় অবস্থান নেয়। কিন্তু, ইয়াবার চালান নিয়ে বাবু ও তার সহযোগী ফারদিন যথাসময়ে বরিশালে পৌঁছায়নি।

খবর নিয়ে জানা যায়, মাদারীপুরের শিবচরে বাবুকে বহনকারী মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে এবং এতে বাবু ঘটনাস্থলে নিহত হন। পরে বাবুর মরদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়ির উদ্দেশে রওয়ানা দেন ফারদিন। সেই সঙ্গে বাবু ও ফারদিনের দুটি মোটরসাইকেল একটি পিকআপে তোলা হয়।

বুধবার রাতে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন বাঘিয়া মসজিদের সামনে পিকআপটির পথরোধ করা হয় এবং ইয়াবার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন ফারদিন স্বীকার করেন, বাবুর মোটরসাইকেলের চেসিসের ভেতরে ইয়াবা রাখা হয়েছে। পরে মেকানিক দিয়ে চেসিস খুলে ৩ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় ফারদিন দাবি করেন, বাবু মাদক কারবারি ও সেবনের সঙ্গে আগে থেকেই জড়িত। ইয়াবাগুলো তার ছিল।

ডিবি পরিদর্শক ছগির হোসেন বলেন, ‘‘বাবু ও ফারদিন পরস্পর যোগসাজশে ট্যুরের নামে ইয়াবাগুলো এনে বরিশালে বিক্রি করতে চেয়েছিলেন। এ ঘটনায় মামলা করা হবে। মামলায় ফারদিনের জিম্মা থেকে ইয়াবা উদ্ধার হওয়ায় তাকে আসামি করা হবে। বাবু মারা যাওয়ায় তাকে আসামি করা হবে না।’’

ঢাকা/পলাশ/রাজীব

ট্যাগঃ

ইয়াবা নিয়ে বরিশালে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল একজনের, আটক ১

সময়ঃ ১২:০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ৪ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৭:৫৩, ৪ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারে ভ্রমণ শেষে মোটরসাইকেলে ইয়াবা নিয়ে বরিশালে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। আটক করা হয়েছে তার সঙ্গে আরেক মোটরসাইকেলে থাকা অন্য যুবককে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের চেসিসের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে ৩ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এসব তথ্য জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার পরিদর্শক ছগির হোসেন।

নিহত কেএম মশিউর রহমান অরিন বাবু বরিশাল জেলার নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমানের ছেলে। আটক ফারদিন মিয়া বরিশাল নগরীর হজরত কালুশাহ সড়কের বাসিন্দা লাল মিয়ার ছেলে।

আটক ফারদিন মিয়ার বরাতে ডিবি পরিদর্শক ছগির হোসেন জানান, নিহত বাবু ও আটক ফারদিন সপ্তাহখানেক আগে কক্সবাজারে ঘুরতে যান। সেখান থেকে মোটরসাইকেলযোগে সড়কপথে ফেরার পথে বিপুল পরিমাণ ইয়াবার চালান বহন করছিলেন তারা।

গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ট্যুরের নামে ইয়াবার চালান বরিশালে নিয়ে আসার খবর জানতে পারে। এ তথ্যের ভিত্তিতে বুধবার ডিবি পুলিশের সদস্যরা বরিশাল মেট্রোপলিটন এলাকায় অবস্থান নেয়। কিন্তু, ইয়াবার চালান নিয়ে বাবু ও তার সহযোগী ফারদিন যথাসময়ে বরিশালে পৌঁছায়নি।

খবর নিয়ে জানা যায়, মাদারীপুরের শিবচরে বাবুকে বহনকারী মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে এবং এতে বাবু ঘটনাস্থলে নিহত হন। পরে বাবুর মরদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়ির উদ্দেশে রওয়ানা দেন ফারদিন। সেই সঙ্গে বাবু ও ফারদিনের দুটি মোটরসাইকেল একটি পিকআপে তোলা হয়।

বুধবার রাতে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন বাঘিয়া মসজিদের সামনে পিকআপটির পথরোধ করা হয় এবং ইয়াবার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন ফারদিন স্বীকার করেন, বাবুর মোটরসাইকেলের চেসিসের ভেতরে ইয়াবা রাখা হয়েছে। পরে মেকানিক দিয়ে চেসিস খুলে ৩ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় ফারদিন দাবি করেন, বাবু মাদক কারবারি ও সেবনের সঙ্গে আগে থেকেই জড়িত। ইয়াবাগুলো তার ছিল।

ডিবি পরিদর্শক ছগির হোসেন বলেন, ‘‘বাবু ও ফারদিন পরস্পর যোগসাজশে ট্যুরের নামে ইয়াবাগুলো এনে বরিশালে বিক্রি করতে চেয়েছিলেন। এ ঘটনায় মামলা করা হবে। মামলায় ফারদিনের জিম্মা থেকে ইয়াবা উদ্ধার হওয়ায় তাকে আসামি করা হবে। বাবু মারা যাওয়ায় তাকে আসামি করা হবে না।’’

ঢাকা/পলাশ/রাজীব