ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৭:৪৯, ৫ সেপ্টেম্বর ২০২৫
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
উপজেলার কুশনা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আমবাগান থেকে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর অস্ত্র উদ্ধারের তথ্য জানান। তিনি বলেন, ‘‘উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’’
ওসি কবির হোসেন আরো বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো চক্র অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য অস্ত্রটি বাগানে লুকিয়ে রেখেছিল। তবে কারা রেখেছিল, তা এখনো জানা যায়নি।’’
স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রঘুনাথপুর গ্রামের আমবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় রিভলবারটি এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রিভলবারে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা রয়েছে।
ঢাকা/সোহাগ/বকুল