নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৮:০৩, ৫ সেপ্টেম্বর ২০২৫
ফাইল ফটো
নেত্রকোণার খালিয়াজুরীতে পানিতে ডুবে মিজান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার নূরপুর বোয়ালী জিয়াখড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মিজান মিয়া বোয়ালী গ্রামের পূর্ব পাড়ার মো. রমজান মিয়ার ছেলে। তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৬টার দিকে মিজান বোয়ালী বাজার সংলগ্ন জিয়াখড়া নদীতে গোসলে নেমে তলিয়ে যান। পরে স্থানীয়রা পানিতে নেমে খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসী জানান, ধারণা করা হচ্ছে, গোসলের সময় মৃগীরোগে আক্রান্ত হওয়ায় পানি থেকে উঠতে পারেননি মিজান।
খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মকবুল হোসেন বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মৃতের স্বজনদের অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।’’
ঢাকা/ইবাদ/রাজীব