চট্টগ্রাম: ফটিকছড়িতে চোর সন্দেহে মব সৃষ্টির মাধ্যমে কিশোর মাহিন হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফটিকছড়ি বাসস্ট্যান্ড মুক্তিযোদ্ধা চত্বরে ফটিকছড়ির সর্বসাধারণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার ১৫ দিন পার হলেও প্রধান আসামি মাস্টার নাজিম, তৈয়ব ও মহিউদ্দিনসহ জড়িতদের গ্রেপ্তার করতে প্রশাসন ব্যর্থ হয়েছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা না হলে ফটিকছড়িবাসীকে নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।
বক্তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি রুখতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে।
মানববন্ধনে মাহিনের মা-বাবা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে তাদের বিচারের দাবি জানান।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আকিব হাসান মাহি, মাহিনের বাবা মোহাম্মদ লোকমান, মাহিনের মা খাদিজা বেগম, আহত রাহাতের বড় ভাই মোহাম্মদ রিয়াদ ও মানিকের বড় ভাই মো. রাশেদসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
পিডি/টিসি
Voice24 Admin 












