ছেলেদের নিয়ে সংগ্রামের কথা বলতে গিয়ে খুকু মনি বলেন, ‘আমি নিজেই মেয়েদের, জামাইদের বাসায় বাসায় থাকছি। দুই ছেলে তাঁদের ভগ্নিপতি ও আত্মীয়স্বজনের সহায়তায় অন্যের বাড়িত লজিং থাইক্যা লেখাপড়া করছে। আমার স্বপ্ন, ছেলেডা লেখাপড়া কইরা একদিন ডাক্তার অইব, মাইনষের সেবা করব।’
বাদশাগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান বলেন, ‘মেধাবী ছাত্র আবদুল্লাহ শেখকে সাধ্যমতো সহায়তা করা হয়েছে। সে অত্যন্ত মেধাবী। লেখাপড়া করার সুষ্ঠু পরিবেশ পেলে সে অবশ্যই ভালো করবে।’
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ ও বরিশাল এবং প্রতিনিধি, বাগমারা, রাজশাহী ও ধর্মপাশা, সুনামগঞ্জ]
Voice24 Admin 











