রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন প্রধান আসামি স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বেলাল তালুকদার এবং বাপ্পী। এর আগে গত বৃহস্পতিবার পারভেজ ও জয়নাল নামের দুজনকে গ্রেপ্তার হয়। এ নিয়ে ওই ঘটনায় মোট চারজন গ্রেপ্তার হলেন।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী আজ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।