এবার অনুষ্ঠানে জেলার ছয়টি উপজেলা থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থী নিবন্ধন করেছিল। জেলার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি গ্রাম থেকে আসা শিক্ষার্থী কানিজ ফাতেমা বলেন, ‘ভোর ছয়টায় ঘুম থেকে উঠেছি। এরপর বাবার সঙ্গে বাসযোগে এসে এক ঘণ্টা ধরে হওয়া এ অনুষ্ঠানে যোগ দিই। খুবই ভালো লেগেছে। অনুষ্ঠানের সময় আরও বাড়ানো হলে বেশি ভালো লাগত।’
আবদুস সালাম নামের এক অভিভাবক বলেন, ‘মেয়েকে মিলনায়তনের ভেতরে দিয়ে বাইরে ছিলাম। বাইরে থেকেও ভেতরের আয়োজন উপভোগ করেছি। মেয়ে অনুষ্ঠান শেষ করে এসে বলেছে, খুবই ভালো আয়োজন ছিল।’
অনুষ্ঠান শেষে মিলনায়তন থেকে বের হয়ে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সেলফি ও ফটো ফ্রেমে দাঁড়িয়ে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ে শিক্ষার্থীরা। অনেকে নতুন নতুন বন্ধুর সঙ্গে পরিচিত হয়ে মুঠোফোন নম্বর ও সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি শেয়ার করতে থাকে।
আয়োজনটি পাওয়ার্ড বাই কনকা-গ্রি এবং সহযোগিতায় আছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আকিজ টেলিকম লিমিটেড, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।