০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জাকসু নির্বাচন: প্রার্থীদের ডোপ টেস্ট মঙ্গলবার 

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:১৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৪৬ Time View

জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৪, ৮ সেপ্টেম্বর ২০২৫  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

আগামীকাল কেন্দ্রীয় সংসদের প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এবং হল সংসদের প্রার্থীদের স্ব-স্ব হলের জন্য নির্ধারিত সময়ে এই ডোপ টেস্ট কার্যক্রম সম্পন্ন করা হবে। 

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে জাকসুর প্রধান নিবার্চন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান এবং নির্বাচন কমিশনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে জাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ভোগ টেস্ট সম্পন্ন করা হবে। প্রার্থীদের নির্বাচনী প্রচারণা যাতে বিঘ্নিত না হয়, সেদিকে লক্ষ্য রেখে সংযুক্ত ছকে উল্লেখিত সময়সূচি অনুযায়ী ডোপ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হবে। ওই সময়ের মধ্যে জাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের উপস্থিত হয়ে ডোপ টেস্ট সম্পন্ন করার জন্য নমুনা জমা দেওয়ার আহ্বান করা যাচ্ছে। 

বিজ্ঞপ্তিতে ডোপ টেস্টের সময়সূচির তালিকা থেকে জানা গেছে, আলবেরুনী হল ও আ.ফ.ম কামাল উদ্দিন হলে দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত, মীর মশাররফ হোসেন হল ও নওয়াব ফয়জুন্নেসা হলে দুপুর ১টা থেকে থেকে দুপুর দেড়টা পর্যন্ত, শহীদ সালাম-বরকত হল ও মওলানা ভাসানী হলে দুপুর দেড়টা থেকে দুপুর ২টা পর্যন্ত, জাহানারা ইমাম হল ও প্রীতিলতা হলে দুপুর ২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত, বেগম খালেদা জিয়া হল ও ১০ নং (ছাত্র) হলে দুপুর আড়াইটা থেকে বিকেল ৩টা পর্যন্ত, শহীদ রফিক-জব্বার হল ও বেগম সুফিয়া কামাল হলে বিকেল ৩টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ডোপ টেস্ট কার্যক্রম চলবে।

এছাড়া ১৩ নং (ছাত্রী) হল ও ১৫ নং (ছাত্রী) হলে বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ও রোকেয়া হলে বিকেল ৪টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত, ফজিলতুন্নেসা হল ও বীরপ্রতীক তারামন বিবি হলে বিকেল সাড়ে ৪টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, ২১ নং (ছাত্র) হল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল এবং শহীদ তাজউদ্দীন আহমদ হলে বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত ডোপ টেস্ট কার্যক্রম চলবে।

ঢাকা/আহসান/মেহেদী

ট্যাগঃ

জাকসু নির্বাচন: প্রার্থীদের ডোপ টেস্ট মঙ্গলবার 

সময়ঃ ১২:১৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৪, ৮ সেপ্টেম্বর ২০২৫  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

আগামীকাল কেন্দ্রীয় সংসদের প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এবং হল সংসদের প্রার্থীদের স্ব-স্ব হলের জন্য নির্ধারিত সময়ে এই ডোপ টেস্ট কার্যক্রম সম্পন্ন করা হবে। 

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে জাকসুর প্রধান নিবার্চন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান এবং নির্বাচন কমিশনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে জাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ভোগ টেস্ট সম্পন্ন করা হবে। প্রার্থীদের নির্বাচনী প্রচারণা যাতে বিঘ্নিত না হয়, সেদিকে লক্ষ্য রেখে সংযুক্ত ছকে উল্লেখিত সময়সূচি অনুযায়ী ডোপ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হবে। ওই সময়ের মধ্যে জাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের উপস্থিত হয়ে ডোপ টেস্ট সম্পন্ন করার জন্য নমুনা জমা দেওয়ার আহ্বান করা যাচ্ছে। 

বিজ্ঞপ্তিতে ডোপ টেস্টের সময়সূচির তালিকা থেকে জানা গেছে, আলবেরুনী হল ও আ.ফ.ম কামাল উদ্দিন হলে দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত, মীর মশাররফ হোসেন হল ও নওয়াব ফয়জুন্নেসা হলে দুপুর ১টা থেকে থেকে দুপুর দেড়টা পর্যন্ত, শহীদ সালাম-বরকত হল ও মওলানা ভাসানী হলে দুপুর দেড়টা থেকে দুপুর ২টা পর্যন্ত, জাহানারা ইমাম হল ও প্রীতিলতা হলে দুপুর ২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত, বেগম খালেদা জিয়া হল ও ১০ নং (ছাত্র) হলে দুপুর আড়াইটা থেকে বিকেল ৩টা পর্যন্ত, শহীদ রফিক-জব্বার হল ও বেগম সুফিয়া কামাল হলে বিকেল ৩টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ডোপ টেস্ট কার্যক্রম চলবে।

এছাড়া ১৩ নং (ছাত্রী) হল ও ১৫ নং (ছাত্রী) হলে বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ও রোকেয়া হলে বিকেল ৪টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত, ফজিলতুন্নেসা হল ও বীরপ্রতীক তারামন বিবি হলে বিকেল সাড়ে ৪টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, ২১ নং (ছাত্র) হল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল এবং শহীদ তাজউদ্দীন আহমদ হলে বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত ডোপ টেস্ট কার্যক্রম চলবে।

ঢাকা/আহসান/মেহেদী