প্রকাশিত: ১৮:১৭, ৯ সেপ্টেম্বর ২০২৫ আপডেট: ১৮:২৫, ৯ সেপ্টেম্বর ২০২৫
নেপালে চলমান সহিংস আন্দোলনের কারণে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছেন না জামাল ভূঁইয়ারা। নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দেশটির ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। ফলে পরিকল্পনা অনুযায়ী বিকেল ৩টার ফ্লাইটে ওঠার কথা থাকলেও আটকে গেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যরা।
কাঠমান্ডুতে দুর্নীতিবিরোধী আন্দোলন ঘিরে দিন দিন বাড়ছে উত্তেজনা। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, এখন পর্যন্ত সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন, আহত হয়েছেন বহু মানুষ। পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি ও সেনা মোতায়েন করেছে সরকার।
ফুটবলের সফর নিয়েও তৈরি হয়েছে জটিলতা। দুই প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ দল নেপালে গেলেও প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করার পর দ্বিতীয় ম্যাচ নিরাপত্তা ঝুঁকির কারণে বাতিল হয়ে যায়। এরপরই দ্রুত দেশে ফেরার সিদ্ধান্ত নেয় বাফুফে। তবে ফ্লাইট বাতিল হওয়ায় এখন অনিশ্চয়তায় পড়ে গেছে পুরো দল।
বাংলাদেশ দল নিরাপদে ফেরার জন্য বিকল্প ব্যবস্থা খুঁজছে টিম ম্যানেজমেন্ট। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত কাঠমান্ডুতেই অবস্থান করতে হবে খেলোয়াড়দের।
ঢাকা/আমিনুল