০৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মারডকের মিডিয়া সাম্রাজ্যের নিয়ন্ত্রণ পেলেন বড় ছেলে লাকলান

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:৪৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৪৩ Time View

চুক্তি অনুযায়ী, রুপার্টের সন্তান জেমস মারডক, এলিজাবেথ মারডক ও প্রুডেন্স ম্যাকলিয়ড প্রত্যেকে প্রায় ১১০ কোটি ডলার আয়ের ভাগ পাবেন বলে একটি সূত্র থেকে জানা গেছে। ঘোষণা অনুযায়ী, তাঁরা ছয় মাসের মধ্যে ফক্স ও নিউজ করপোরেশনের তাঁদের ব্যক্তিগত শেয়ার বিক্রির ব্যাপারে সম্মতি জানিয়েছেন।

কোম্পানিগুলো গতকাল সোমবার জানায়, চুক্তির অংশ হিসেবে, সন্তানেরা ফক্স করপোরেশনের প্রায় ১ কোটি ৬৯ লাখ ক্লাস বি ভোটিং স্টক এবং নিউজ করপোরেশনের প্রায় ১ কোটি ৪২ লাখ ক্লাস বি কমন স্টক বিক্রি করে নগদ অর্থ পাবেন। উভয় কোম্পানির সর্বশেষ মূল্যের তুলনায় প্রায় ৪ দশমিক ৫ শতাংশ ছাড়ে এই শেয়ার বিক্রি করা হয়।

লাকলান মারডক এবং তাঁর ছোট বোন গ্রেস ও ক্লোই মারডকের স্বার্থে একটি নতুন পারিবারিক ট্রাস্ট গঠন করা হবে। তাঁরা রুপার্ট মারডক ও উয়েন্ডি ডেং মারডকের সংসারে জন্ম নেওয়া সন্তান। কোম্পানিগুলোর বিবৃতি অনুযায়ী, এই ট্রাস্টে ফক্সের ৩৬ শতাংশ ক্লাস বি কমন স্টক এবং নিউজ করপোরেশনের ৩৩ শতাংশ ক্লাস বি শেয়ার থাকবে। একটি সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, এই ট্রাস্টের মূল্য প্রায় ৩৩০ কোটি ডলার।

ট্যাগঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রেফতার ভুয়া সাংবাদিক জাহিদ কারাগারে

মারডকের মিডিয়া সাম্রাজ্যের নিয়ন্ত্রণ পেলেন বড় ছেলে লাকলান

সময়ঃ ১২:৪৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

চুক্তি অনুযায়ী, রুপার্টের সন্তান জেমস মারডক, এলিজাবেথ মারডক ও প্রুডেন্স ম্যাকলিয়ড প্রত্যেকে প্রায় ১১০ কোটি ডলার আয়ের ভাগ পাবেন বলে একটি সূত্র থেকে জানা গেছে। ঘোষণা অনুযায়ী, তাঁরা ছয় মাসের মধ্যে ফক্স ও নিউজ করপোরেশনের তাঁদের ব্যক্তিগত শেয়ার বিক্রির ব্যাপারে সম্মতি জানিয়েছেন।

কোম্পানিগুলো গতকাল সোমবার জানায়, চুক্তির অংশ হিসেবে, সন্তানেরা ফক্স করপোরেশনের প্রায় ১ কোটি ৬৯ লাখ ক্লাস বি ভোটিং স্টক এবং নিউজ করপোরেশনের প্রায় ১ কোটি ৪২ লাখ ক্লাস বি কমন স্টক বিক্রি করে নগদ অর্থ পাবেন। উভয় কোম্পানির সর্বশেষ মূল্যের তুলনায় প্রায় ৪ দশমিক ৫ শতাংশ ছাড়ে এই শেয়ার বিক্রি করা হয়।

লাকলান মারডক এবং তাঁর ছোট বোন গ্রেস ও ক্লোই মারডকের স্বার্থে একটি নতুন পারিবারিক ট্রাস্ট গঠন করা হবে। তাঁরা রুপার্ট মারডক ও উয়েন্ডি ডেং মারডকের সংসারে জন্ম নেওয়া সন্তান। কোম্পানিগুলোর বিবৃতি অনুযায়ী, এই ট্রাস্টে ফক্সের ৩৬ শতাংশ ক্লাস বি কমন স্টক এবং নিউজ করপোরেশনের ৩৩ শতাংশ ক্লাস বি শেয়ার থাকবে। একটি সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, এই ট্রাস্টের মূল্য প্রায় ৩৩০ কোটি ডলার।