০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জাকসু নির্বাচন: ভোটের আগের রাতে নির্বাচন কমিশনে ‘অছাত্র’ শিবির নেতা

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৪২ Time View

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের আগের মধ্য রাতে এবার আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচন কমিশন কার্যালয়ে বসে থাকতে দেখা গেল ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি মুহিবুর রহমান মুহিবকে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বুধবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে মুহিবকে দেখা যায়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ সেশনের (৪৭তম ব্যাচ) সাবেক শিক্ষার্থী।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, ফাঁকা নির্বাচন কমিশন কার্যালয়ে বসে আছেন মুহিব। এ নিয়ে ফেসবুকে সরব হয়েছেন জাবি শিক্ষার্থীরা, জানাচ্ছেন প্রতিবাদ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) ইসলামী ছাত্রশিবিরের জয়জয়কার অবস্থার এক দিন পরই জাকসুর ভোট হচ্ছে। ফলে জাকসুতেও চোখ রয়েছে সবার। অবশ্য সার্বিক প্রস্তুতি নিয়ে ভোটগ্রহণের যাবতীয় আয়োজন সম্পন্ন করার তথ্য দিয়েছে জবি কর্তৃপক্ষ। বুধবার রাতেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

তবে ভোটের আগের গভীর রাতে নির্বাচন কমিশনের ফাঁকা কার্যালয়ে ছাত্রত্ব শেষ হওয়া শিবির সভাপতি মুহিব কেন বসেছিলেন, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ মো. ফয়সাল বলেন, ‍“তিনি (মুহিব) একজন ‌অছাত্র (ছাত্র শেষ হয়েছে)। এত রাতে তার নির্বাচন কমিশনে যাওয়ার কোনো কারণ নেই। আমরা এটা দূরভিসন্ধিমূলক মনে করছি। এভাবে তার উপস্থিতির তীব্র প্রতিবাদ জানাই; একই সঙ্গে কমিশনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই।”

অবশ্য শিবিরনেতা মুহিব বলেছেন, “ওখানে গিয়েছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে, ক্যাম্পাসে প্রাক্তন শিক্ষার্থীদের আসা যাবে না। কিন্তু বিশেষ করে ছাত্রদলের সাবেক, যুবদলসহ শতাধিক নেতাকর্মী ক্যাম্পাসে ঘোরাফেরা করছেন। ক্যাম্পাসের যে রাজনৈতিক সংস্কৃতি সেটা হলো, বিশ্ববিদ্যালয় প্রশাসন বলার পরেও, যদিও বলছে সকাল থেকে আর আসতে দেবে না। কিন্তু বাস্তবতা হলো, অন্যরা আসবেন। সেই জায়গা থেকে আমাদের একটা দাবি ছিল, প্রতিটি প্যানেলের জন্য পর্যবেক্ষক কার্ড নির্দিষ্ট করে দেওয়া; কতজন আসতে পারবেন, সেটা ঠিক করে দেওয়া। সেই বিষয়ে কথা বলতে নির্বাচন কমিশনে গিয়েছিলাম।”

জানতে চাইলে জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, “ঘটনাটি সত্য, তিনি আমাদের এখানে এসেছিলেন। শিবিরের পক্ষ থেকে তিনটি দাবি নিয়ে এসেছেন, সেগুলা আমাদের জানিয়ে চলে গেছেন।”

গত ৯ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানের সই করা নির্দেশনায় স্পষ্ট করে বলে দেওয়া হয়, ১০ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত আবাসিক হল ও ক্যাম্পাসে সাবেক শিক্ষার্থী, অতিথিসহ যেকোনো ধরনের বহিরাগত ব্যক্তি অবস্থান করতে পারবেন না।

এই নির্দেশনা উপেক্ষার আরো দুটি ঘটনা সামনে আসে বুধবার রাতে। ছাত্রদলের দুজন নেতা আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রবেশ করেন। তাদের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে তা ডিলিট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জাকসু নির্বাচনের ব্যালট বাক্স পরিবহনের সময় ছাত্রদলের ওই দুই নেতা নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি হেঁটে যাচ্ছিলেন। ভুক্তভোগী সাংবাদিক সেই দৃশ্য মোবাইলে ধারণ করেন; যে কারণে তার ফোন কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসের সিনেট ভবনের নির্বাচন কমিশন কার্যালয়ে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত দুই ছাত্রদল নেতা হলেন, জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর এবং যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রোজেন। 

জহির উদ্দিন মুহাম্মদ বাবর বিশ্ববিদ্যালয়ের ৩৯তম আবর্তনের (২০০৯-১০) রসায়ন বিভাগের শিক্ষার্থী ও যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রোজেন ৪০তম আবর্তনের (২০১০-১১) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। তারা দুজনেই ক্যাম্পাসের প্রাক্তন শিক্ষার্থী। জাবি প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী, তারা দুজনই নির্বাচন চলাকালীন ক্যাম্পাসে অবস্থান করতে পারেন না।

ভুক্তভোগী সাংবাদিক ওসমান সরদার দৈনিক যায়যায়দিনের জাবি প্রতিনিধি। তার মোবাইল কেড়ে ছবি ডিলিট করার পর তিনি শঙ্কিত বলে অভিব্যক্তি ব্যক্ত করেছেন।

আচরণবিধি লঙ্ঘন করার আরেকটি অভিযোগও সামনে আসে। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, জাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে প্রবেশ করেন বিএনপিপন্থি অ্যাক্টিভিস্ট মারুফ মল্লিক ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। 

এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কমিশনে ছুটে আসেন শিক্ষার্থীরা। বহিরাগতদের ক্যাম্পাসে আসার ঘটনায় ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ করেন তারা।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ে আসেন এই দুজন। তখন ওই কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ আব্দুর রব ও বিএনপিপন্থি শিক্ষক অধ্যাপক বোরহান উদ্দিনও ছিলেন।

জানতে চাইলে অধ্যাপক সোহেল আহমেদ বলেন, “কয়েকটি অভিযোগ নিয়ে অনেকে আমাদের এখানে এসেছিলেন। আমরা সেগুলো নিয়ে আলোচনা করছিলাম।”

জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার অবশ্য বলেছেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগঃ

জাকসু নির্বাচন: ভোটের আগের রাতে নির্বাচন কমিশনে ‘অছাত্র’ শিবির নেতা

সময়ঃ ১২:০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের আগের মধ্য রাতে এবার আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচন কমিশন কার্যালয়ে বসে থাকতে দেখা গেল ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি মুহিবুর রহমান মুহিবকে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বুধবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে মুহিবকে দেখা যায়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ সেশনের (৪৭তম ব্যাচ) সাবেক শিক্ষার্থী।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, ফাঁকা নির্বাচন কমিশন কার্যালয়ে বসে আছেন মুহিব। এ নিয়ে ফেসবুকে সরব হয়েছেন জাবি শিক্ষার্থীরা, জানাচ্ছেন প্রতিবাদ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) ইসলামী ছাত্রশিবিরের জয়জয়কার অবস্থার এক দিন পরই জাকসুর ভোট হচ্ছে। ফলে জাকসুতেও চোখ রয়েছে সবার। অবশ্য সার্বিক প্রস্তুতি নিয়ে ভোটগ্রহণের যাবতীয় আয়োজন সম্পন্ন করার তথ্য দিয়েছে জবি কর্তৃপক্ষ। বুধবার রাতেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

তবে ভোটের আগের গভীর রাতে নির্বাচন কমিশনের ফাঁকা কার্যালয়ে ছাত্রত্ব শেষ হওয়া শিবির সভাপতি মুহিব কেন বসেছিলেন, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ মো. ফয়সাল বলেন, ‍“তিনি (মুহিব) একজন ‌অছাত্র (ছাত্র শেষ হয়েছে)। এত রাতে তার নির্বাচন কমিশনে যাওয়ার কোনো কারণ নেই। আমরা এটা দূরভিসন্ধিমূলক মনে করছি। এভাবে তার উপস্থিতির তীব্র প্রতিবাদ জানাই; একই সঙ্গে কমিশনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই।”

অবশ্য শিবিরনেতা মুহিব বলেছেন, “ওখানে গিয়েছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে, ক্যাম্পাসে প্রাক্তন শিক্ষার্থীদের আসা যাবে না। কিন্তু বিশেষ করে ছাত্রদলের সাবেক, যুবদলসহ শতাধিক নেতাকর্মী ক্যাম্পাসে ঘোরাফেরা করছেন। ক্যাম্পাসের যে রাজনৈতিক সংস্কৃতি সেটা হলো, বিশ্ববিদ্যালয় প্রশাসন বলার পরেও, যদিও বলছে সকাল থেকে আর আসতে দেবে না। কিন্তু বাস্তবতা হলো, অন্যরা আসবেন। সেই জায়গা থেকে আমাদের একটা দাবি ছিল, প্রতিটি প্যানেলের জন্য পর্যবেক্ষক কার্ড নির্দিষ্ট করে দেওয়া; কতজন আসতে পারবেন, সেটা ঠিক করে দেওয়া। সেই বিষয়ে কথা বলতে নির্বাচন কমিশনে গিয়েছিলাম।”

জানতে চাইলে জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, “ঘটনাটি সত্য, তিনি আমাদের এখানে এসেছিলেন। শিবিরের পক্ষ থেকে তিনটি দাবি নিয়ে এসেছেন, সেগুলা আমাদের জানিয়ে চলে গেছেন।”

গত ৯ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানের সই করা নির্দেশনায় স্পষ্ট করে বলে দেওয়া হয়, ১০ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত আবাসিক হল ও ক্যাম্পাসে সাবেক শিক্ষার্থী, অতিথিসহ যেকোনো ধরনের বহিরাগত ব্যক্তি অবস্থান করতে পারবেন না।

এই নির্দেশনা উপেক্ষার আরো দুটি ঘটনা সামনে আসে বুধবার রাতে। ছাত্রদলের দুজন নেতা আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রবেশ করেন। তাদের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে তা ডিলিট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জাকসু নির্বাচনের ব্যালট বাক্স পরিবহনের সময় ছাত্রদলের ওই দুই নেতা নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি হেঁটে যাচ্ছিলেন। ভুক্তভোগী সাংবাদিক সেই দৃশ্য মোবাইলে ধারণ করেন; যে কারণে তার ফোন কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসের সিনেট ভবনের নির্বাচন কমিশন কার্যালয়ে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত দুই ছাত্রদল নেতা হলেন, জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর এবং যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রোজেন। 

জহির উদ্দিন মুহাম্মদ বাবর বিশ্ববিদ্যালয়ের ৩৯তম আবর্তনের (২০০৯-১০) রসায়ন বিভাগের শিক্ষার্থী ও যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রোজেন ৪০তম আবর্তনের (২০১০-১১) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। তারা দুজনেই ক্যাম্পাসের প্রাক্তন শিক্ষার্থী। জাবি প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী, তারা দুজনই নির্বাচন চলাকালীন ক্যাম্পাসে অবস্থান করতে পারেন না।

ভুক্তভোগী সাংবাদিক ওসমান সরদার দৈনিক যায়যায়দিনের জাবি প্রতিনিধি। তার মোবাইল কেড়ে ছবি ডিলিট করার পর তিনি শঙ্কিত বলে অভিব্যক্তি ব্যক্ত করেছেন।

আচরণবিধি লঙ্ঘন করার আরেকটি অভিযোগও সামনে আসে। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, জাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে প্রবেশ করেন বিএনপিপন্থি অ্যাক্টিভিস্ট মারুফ মল্লিক ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। 

এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কমিশনে ছুটে আসেন শিক্ষার্থীরা। বহিরাগতদের ক্যাম্পাসে আসার ঘটনায় ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ করেন তারা।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ে আসেন এই দুজন। তখন ওই কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ আব্দুর রব ও বিএনপিপন্থি শিক্ষক অধ্যাপক বোরহান উদ্দিনও ছিলেন।

জানতে চাইলে অধ্যাপক সোহেল আহমেদ বলেন, “কয়েকটি অভিযোগ নিয়ে অনেকে আমাদের এখানে এসেছিলেন। আমরা সেগুলো নিয়ে আলোচনা করছিলাম।”

জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার অবশ্য বলেছেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।”