বন্ধুসভার সদস্যরা জানান, সরকারি শিশু পরিবার (বালিকা) ক্যাম্পাসে প্রায় দেড় শ ফলদ ও বনজ গাছের চারা রোপণ করার হবে। এগুলোর মধ্যে আছে আম, সফেদা, পেয়ারা, লেবু, বরই ও নিমগাছ। এভাবে ব্র্যাকের সহযোগিতায় বরিশাল নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১ হাজার ৬০০টি চারা রোপণ করা হবে।
একই অনুষ্ঠানে তিনজন দুস্থ নারীর আত্মকর্মসংস্থানের জন্য তিনটি সেলাই মেশিন ও অন্য তিন ব্যক্তির মধ্যে ব্যবসার সামগ্রী বিতরণ করা হয়। এতে সহযোগিতা করেছে ইভেন্ট-৮৪ নামের একটি সংগঠন। অসহায় মানুষের অভাব-দুঃখ লাঘবের জন্য ৪২ জন বন্ধু মিলে সংগঠনটি গড়ে তোলেন। একই সঙ্গে বন্ধুসভার পক্ষ থেকে ওই ছয়জনকেও তিনটি করে ফলদ ও বনজ চারা বিতরণ করা হয়েছে।
Voice24 Admin 





