ফ্ল্যাক্সসিড বা তিসিকে বলা হয় ‘প্রাকৃতিক বোটক্স’। এটি ত্বককে প্রাকৃতিকভাবে টান টান ও তারুণ্যদীপ্ত রাখে। বয়সের সঙ্গে সঙ্গে ত্বক কুঁচকে যায়, বলিরেখা পড়ে, শুষ্ক হয়ে পড়ে কিংবা ব্রণের মতো সমস্যা দূর করতে অনেকেই ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ বোটক্স ইনজেকশনের শরণাপন্ন হন। কিন্তু ঘরে তৈরি তিসির বোটক্স জেল একেবারেই ভিন্ন, এতে নেই কোনো কেমিক্যাল বা সুচের যন্ত্রণা। তিসিতে আছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, প্রদাহনাশক উপাদান এবং এর গঠন প্রাকৃতিকভাবেই জেল–জাতীয়। ফলে তিসি ত্বককে আর্দ্র রাখে, বলিরেখা হালকা করে এবং ব্রণ কমাতে সাহায্য করে। তিসি দিয়ে সহজেই বোটক্স বানানোর উপায় জেনে রাখুন।
০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর:
তিসি দিয়ে কীভাবে বানাবেন প্রাকৃতিক বোটক্স জেল, যা ত্বকে আনবে তারুণ্য
-
Voice24 Admin - সময়ঃ ১২:০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- ৫৬২ Time View
ট্যাগঃ
জনপ্রিয় খবর












