সম্প্রচারক, সঞ্চালক ও অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান মেল জোনস এই টস-পর্ব পরিচালনা করেন। মেল জোনসও ম্যাচ রেফারির কথায় সায় দেন। মুদ্রা মাটিতে পড়ার পর ম্যাচ রেফারি দেখে ঘোষণা করেন ‘ইটস আ হেড’—অর্থাৎ টসে হেড উঠেছে এবং পাকিস্তানকে টসজয়ী ঘোষণা করা হয়। যদিও ফাতিমা ‘টেল’ বলায় টসে আসলে জিতেছিল ভারত। কিন্তু তখন কোনো দলের অধিনায়ক এটা নিয়ে প্রশ্ন তোলেননি। পাকিস্তানকে টসজয়ী ঘোষণা করার পর দলটির অধিনায়ক ফাতিমা সঞ্চালককে জানান, পাকিস্তান আগে বোলিং করবে।
আগে ব্যাট করে ২৪৭ রান তুলেছিল ভারত। তাড়া করতে নেমে ৪৩ ওভারে ১৫৯ রানে অলআউট হয় পাকিস্তান। ভারত জেতায় সম্ভবত এটা নিয়ে আর বিতর্ক তৈরি হয়নি। বিষয়টিকে অনেকে মানবিক ভুল হিসেবেই দেখছেন।
Voice24 Admin 











